নজরবন্দি ব্যুরো: হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলার রাজ্যপাল লা গণেশন। জানা গিয়েছে, তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বেও রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবেও তিনি দায়িত্ব পালন করছেন। সূত্রের খবর শনিবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফুটবল ম্যাচের মধ্যেই দাঙ্গা, নিহত অন্তত পক্ষে ১২৯ জন
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভারতের উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ সামলাচ্ছেন গণেশন। সূত্রের খবর, চেন্নাইতে গিয়ে শারীরিক অস্বস্তি বোধ করেন তিনি। এরপরই তাঁকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর,চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি।
আচমকাই অসুস্থ বাংলার রাজ্যপাল, ভর্তি হাসপাতালে
প্রসঙ্গত, গণেশন সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন এবং উত্তরবঙ্গের দার্জিলিং সফর থেকে ফিরে তিনি দুর্গা পূজার সময় চেন্নাই যান। এ সময় তার স্বাস্থ্যের অবনতি হয়। জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন। সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। তবে বর্তমানে তাঁরা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য় কামনা করেছেন তাঁর পরিচিতরা।