এই করোনা মহামারীর সময়ে আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ এই করোনা মহামারীর সময়ে আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। করোনা ভাইরাসের কবলে পড়ে কমপক্ষে ১৯ লক্ষ মানুষ ইতিমধ্যেই মারা গেছেন এবং পৃথিবীজুড়ে ৮ কোটি ৯৮ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসে। ১৫৮ তম স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীর সময় তিনি আজও সমান ভাবেই তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। তবে করোনা মহামারীর সময়ে জরুরী অবস্থা পুরো ভারত বা বিশ্বজুড়ে নতুন নয়।

আরও পড়ুনঃশপথের দিন সশস্ত্র হামলার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করল এফবিআই!

১৮৯৯ সালের বেঙ্গল প্লেগ এবং স্বামী বিবেকানন্দের ‘প্লেগ ম্যানিফেস্টো’ স্মরণ করলে যা কেবল আমাদের মানসিকভাবে সহায়তা করে না বরং মানসিকতার বিকাশ ও ঘটায়।স্বামী বিবেকানন্দ তাঁর ‘প্লেগ ইশতেহার’ চিঠিটিও বাংলা ও হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন এবং স্বামী সদানন্দের কঠোর পরিশ্রম দ্বারা জনসংখ্যার একটি বৃহত্তর অংশে পৌঁছেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন “মনকে সর্বদা প্রফুল্ল রাখুন। সবাই একবার মরে যাবে। কাপুরুষরা কেবল নিজের মনের ভয়ের কারণে বার বার মৃত্যুর যন্ত্রণায় ভুগছে।”

তিনি এই ভয়কে দূরে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।”আসুন, আমরা এই মিথ্যা ভয় ছেড়ে দিতে পারি এবং ঈশ্বরের অসীম করুণায় বিশ্বাস রেখে, আমাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুন। আসুন আমরা শুদ্ধ ও পরিষ্কার জীবনযাপন করি। রোগ, মহামারী ইত্যাদির ভয় ইত্যাদি তাহলে একদিন আপনাদের ইচ্ছেশক্তির কবচের কাছে বাতাসে বিলীন হয়ে যাবে। ’’ তিনি সেই সময়ে স্বাস্থ্যসম্মতভাবে ভালোভাবে থাকতে বলেছেন। তিনি বলেছিলেন ’’ঘর এবং তার চত্বর, জামাকাপড়, বিছানা, ড্রেন ইত্যাদি সর্বদা পরিষ্কার রাখুন। বাসি, নষ্ট হওয়া খাবার খাবেন না; পরিবর্তে তাজা এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। একটি দুর্বল শরীর রোগের জন্য বেশি সংবেদনশীল। মহামারী চলাকালীন সময়ে, রাগ এবং লালসা থেকে বিরত থাকুন।”

এই করোনা মহামারীর সময়ে আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। তিনি আতঙ্কিত হয়ে গুজবে কোনও কান না দেওয়ার জন্যও বলেছিলেন। কলকাতায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছিল ১৮৯৯ সালের মার্চ মাসে। রামকৃষ্ণ মিশন সেক্রেটারি হিসাবে সিস্টার নিবেদিতা, তত্ত্বাবধায়ক হিসাবে স্বামী সদানন্দ এবং স্বামী শিবানন্দ, নিত্যানন্দ এবং আত্মানন্দ সদস্য হিসাবে একটি কমিটি গঠন করেছিলেন। প্লেগের বিরুদ্ধে লড়াইয়ে প্রদত্ত পরিষেবাগুলি কলকাতার ইতিহাসে স্মরণীয় হয়ে উঠেছিল। মানুষের ইচ্ছেশক্তি ও নিরলস সেবা দানের মাধ্যমে যদি স্বামীজী মহামারীর মোকাবিলা করতে সক্ষম হয়ে থাকেন তাহলে আজকের সময় দাঁড়িয়ে একে ওপরের পাশে দাঁড়িয়ে আমরা কেন মহামারীকে মোকাবিলা করতে পারব না।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

নিজেদের ভাগ্য বদল করতে কেকেআর এর বিরুদ্ধে সবুজ জার্সিতে নামবেন বিরাটরা

সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ফাফ ডুপ্লেসি ও দীনেশ কার্তিককে। পোস্টে লেখা, “আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে।” চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে আর তিনটি খেলা বাকি রয়েছে। তিনটিই রাতের ম্যাচ। ঘরের মাঠে দুপুরের ম্যাচ না থাকায় কেকেআরের বিরুদ্ধে সবুজ জার্সি পরে নামবেন কোহলিরা।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।

Lifestyle and More...