নজরবন্দি ব্যুরো: স্বপ্নের আইপিএল মরসুম কাটাচ্ছেন গুজরাট টাইটান্সের তারকা ওপেনার শুভমন গিল। এ বারের আইপিএলে তাঁর শেষ ৪টি ইনিংসের মধ্যে রয়েছে ৩টি শতরান। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর থেকে গিল শুভেচ্ছাবার্তায় ভাসছেন। চলতি মরসুমের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন গিল।
আরও পড়ুন: এখনও পর্যন্ত এটাই আমার সেরা ইনিংস, বিধ্বংসী সেঞ্চুরির পর বললেন শুভমান
বিরাট কোহলির পর এক মরসুমে ৮০০-র বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছেন শুভমন। স্বাভাবিকভাবেই শুভমনের সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। প্রাক্তন ক্রিকেটাররাও শুভমনের এই দুরন্ত ইনিংসের বাহবা দিচ্ছেন। রোহিত থেকে বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, এবিডি র মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।
তাঁর খেলা দেখে অনেকেই বলছেন ভারত পরবর্তী বিরাট পেয়ে গিয়েছে। বিরাটের সঙ্গে মিলও রয়েছে শুভমনের। দু’জনেই ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। ভারতীয় দলে দু’জনের উত্থানই হয়েছে একটি নির্দিষ্ট ক্রমে। কিন্তু এক বার নিজের জায়গা পাকা করার পরে আর পিছনের দিকে তাকাতে হয়নি। বিরাট দলের মধ্যমণি হয়ে উঠেছেন।

শুভমনও সেই পথেই হাঁটছেন। সত্যিই হয়তো শুভমনের ব্যাটে স্বপ্ন দেখা শুরু করেছেন সমর্থকরা। সত্যিই হয়তো ভারতীয় ক্রিকেটের পরবর্তী বিরাট পেয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু তাঁর উত্তরসূরিকে নিয়ে কী বললেন বিরাট? তিনি এখন লন্ডনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে বাস্ত। সেখান থেকেই তিনি শুভেচ্ছা জানিয়েছে বিরাট।
উজ্জ্বল ধ্রুবতারা, শুভমানের ইনিংস দেখে এই ভাবেই শুভেচ্ছা জানালেন বিরাট
তিনি গিলের ১২৯ রানের দুরন্ত ইনিসকে ব্যাখ্যা করলেন একটি ইমোজি দিয়ে। সেঞ্চুরির পর অভিভাদন জানানোর ভঙ্গিতে একটু ঝুঁকে ট্রেডমার্ক সেলিব্রেশন করেন। সেই ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করে ক্যাপশনে একটি সোনালি তারার ইমোজি দিয়েছে বিরাট। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রকে এভাবেই ব্যাখ্যা করেছেন তিনি।