নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি হুগলীর যুব তৃণমূলের নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর কাছ থেকে যে সমস্ত তথ্য মিলেছে তাকে প্রশান্ত মহাসাগর বলেই আখ্যা দিয়েছেন সিবিআই অফিসাররা। পেঁয়াজের খোসার মতো নিয়োগ দুর্নীতি সম্পর্কে একাধিক তথ্য হাতে আসার সঙ্গে সঙ্গেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, নিয়োগ দুর্নীতির ২ হাজার কোটি টাকা নিয়েছে ভাইপো।
আরও পড়ুনঃ সতীর্থের জন্য প্রার্থনা, পন্থের জন্য মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সূর্যকুমাররা
নাম না করে তৃণমূলের সধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাঁর কথায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩ হাজার কোটি টাকা তোলা হয়েছে। ভাইপো নিয়েছে ২ হাজার কোটি টাকা। নিয়োগ দুর্নীতিতে সব থেকে বেশী লাভবান হয়েছে ভাইপোই। তাঁর আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে।

অন্যদিকে, তদন্ত করতে নেমে সিবিআই দাবি করেছে দুর্নীতির শিকড় অনেক গভীর অবধি পৌঁছে গেছে। কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া এক কালো ডায়েরি নিয়ে চর্চা শুরু হয়েছে। সেখানে সাংকেতিক ভাষায় একাধিক তথ্য লেখা রয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কুন্তলের দাবি চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা নেননি। তাহলে কে টাকা নিয়েছে? কুন্তলের বক্তব্য সে শুধুমাত্র ১০ শতাংশ কমিশন নিয়েছে। তাহলে বাকি টাকা কে নিয়েছে? সেই প্রশ্নের মাঝেই শুভেন্দুর বক্তব্য ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে।
নিয়োগ দুর্নীতির ২ হাজার কোটি টাকা নিয়েছে ভাইপো, শুভেন্দুর বক্তব্য ঘিরে চাঞ্চল্য

সোমবার কুন্তল ঘোষকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার মুখে কুন্তল দাবি করেন, নীলাদ্রি ঘোষ টাকা নিয়েছেন। কে এই নিলাদ্রী ঘোষ? সে তাপস মণ্ডলের সাগরেদ বলেই জানা গেছে।