১৬ তারিখ থেকেই টীকাকরণ , জানাল কেন্দ্র।

নজরবন্দি ব্যুরো: ১৬ তারিখ থেকেই টীকাকরণ , কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শনিবার বিকেলেই এই তথ্য দেওয়া হয়েছে। কবে থেকে ভারতে টিকাকরণ শুরু হতে পারে, তা নিয়ে এক উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরেই সরকারের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একই দিনে তিন অবস্থান-বিক্ষোভে জেরবার বিশ্বভারতী।
প্রাথমিক ভাবে বলা হয়েছে, টিকাকরণে অগ্রাধিকার পাবেন প্রথম সারির করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীরা। সরকারি হিসাবে এই সংখ্যাটি প্রায় ৩ কোটি। তারপর ২৭ কোটি ভারতীয়, যাঁদের বয়স ৫০ বছরের বেশি তাঁদের দেওয়া হবে করোনার টিকা। তারপর ৫০-এর কম বয়সি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরা করোনার টিকা পাবেন।
১৬ তারিখ থেকেই টীকাকরণ , এর আগে, জরুরি ব্যবহারের জন্য দু’টি করোনার টিকাকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। তার মধ্যে একটি ভারত বায়োটেকের তৈরি, অন্যটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, যেটি তৈরি করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। আশা করা হচ্ছে প্রথম ধাপে করোনার টিকা দেওয়া হবে ৩০ কোটি ভারতীয়কে।
টিকাকরণের প্রক্রিয়া চালানোর জন্য কো-উইন বলে একটি অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেই অ্যাপে নাম নথিভুক্ত করার মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ, জানিয়েছে কেন্দ্র।