নজরবন্দি ব্যুরো: ফের প্রকাশ্যে প্রেমকাহিনি নৃশংসতা! দিল্লি, মুম্বইয়ের পর এবার উত্তরপ্রদেশে ঘটল একই রকমের ঘটনা। প্রেমিকাকে খুন করে নির্মীয়মাণ বাড়ির ট্যাঙ্কে তাঁর দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনাপুর কর্চানা থানার মাহেওয়া এলাকায়।
আরও পড়ুন: Panchayat ঘোষণা হতেই খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, পুলিশের জালে ৩
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ৩৫ বছর বয়সী রাজ কেসর। অভিযুক্তের নাম অরবিন্দ। এই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অরবিন্দ তাঁর প্রেমিকা কেসরকে প্রায় দুই সপ্তাহ আগে খুন করে। আর খুনের পর নিজের নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্কে তাঁর দেহ লুকিয়ে দেয় অভিযুক্ত। এরপরেই বেশ কয়েকদিন ধরে মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন কেসরের পরিবারের লোকজন। তারপরেই মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

এরপরেই তদন্তের শুরুতেই প্রেমিক অরবিন্দরর সঙ্গে মৃতার ফোনের বিস্তারিত তথ্য হাতে পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এপ্রসঙ্গে এসএইচও জানান, গ্রেফতারির পরে জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে নেয় অরবিন্দ। তারপরই তার বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় কেসরের দেহ। ইতিমধ্যেই মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে দিল্লিতে লিভ-ইন পার্টনারকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ফেলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি শিরোনামে উঠে মুম্বইয়ের মীরা রোডের ঘটনা। লিভ-ইন পার্টনারকে খুনের পর প্রেমিকার দেহ কেটে ফ্ল্যাটে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ৫৬ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অবশেষে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই প্রৌঢ়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মুম্বই পুলিশ।