
নজরবন্দি ব্যুরোঃ প্রথম একাদশের ৯ জনকে বসিয়ে একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পর আজ তিউনিসিয়ার বিপক্ষে একাদশে বদল হবে তা মনে করা হচ্ছিল আগে থেকেই। কিন্তু তাই বলে এতটা! আফ্রিকার প্রতিনিধিদের বিপক্ষে হেরেই সেই সিদ্ধান্তের মূল্য চুকিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আরও পড়ুনঃ কাতার বিশ্বযুদ্ধে ব্রাজিল চ্যাম্পিয়ন, আর্জেন্টিনাও চ্যাম্পিয়ন!

অলিভার জিরু, গ্রিজম্যান, এমব্যাপে, হুগো লরিস সহ প্রথম দলের মোট ৯ জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন ফরাসি কোচ দেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই নক-আউটের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। পরের রাউন্ডে জায়গা নিশ্চিত হলেও জয়ের হ্যাটট্রিকেই চোখ ছিল ফরাসি-ব্রিগেডের। অন্যদিকে, চলতি আসরে এখনও জয়ের খোঁজে ছিল তিউনিশিয়া।
এদিকে আজ তিউনিসিয়ার কাছে ১-০ গোলে হেরে গেল ফ্রান্স। নতুন চেহারার ফ্রান্স দলের দুর্বল পারফরম্যান্সের সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের ৫৮ মিনিটে ওয়াহবি খাজরি গোলটি করেন। তবে এই ম্যাচে নাটক কম হয়নি। যোগ করা সময়ের নবম মিনিটে বদলি নেমে সমতা ফিরিয়েছিলেন আঁতোয়ান গ্রিজমান।
নাটকীয় ম্যাচে ফ্রান্সের পরাজয়, ১-০ গোলে রোমাঞ্চের জয় তিউনিসিয়ার
কিন্তু ভিএআরে অফ সাইডে সেটি বাতিল হয়ে যায়। যদিও বিশ্বকাপের অন্যতম সেরা অঘটন ঘটিয়েও তিউনিসিয়াকে বিদায়ই নিতে হচ্ছে। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ডেনমার্ককে হারিয়ে দেওয়ায় কপাল পুড়েছে তিউনিসিয়ার। তবে ফ্রান্সের বিপক্ষে এডুকেশন সিটি স্টেডিয়ামের এই ম্যাচ ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে স্মরণীয় রোমাঞ্চ।