নজরবন্দি ব্যুরোঃ যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান নির্বিশেষে তিনিই প্রথম হেভিওয়েট প্রার্থী,
আরও পড়ুনঃ শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন সারলেন মোদি, তবে কী গলল বরফ?
যিনি পরের নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন। সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে সাফল্য় পাননি ট্রাম্প। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতেই রয়ে গিয়েছে। তবে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা। নির্বাচনে লড়ার ঘোষণার মধ্যেই তিনি বলেন,
এসময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার জন্য বাইডেনের ভুল সিদ্ধান্তকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনে এমন পরিস্থিতি হতো না।
এসময় এফবিআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে নিজেকে নির্যাতিত ব্যক্তি হিসেবে দাবি করেন ট্রাম্প। আর তিনি আর জানিয়ে দিলেন,
ফের মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ট্রাম্পের
”আজকের দিনটা দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য হতে চলেছে। আমেরিকার প্রত্যাবর্তন এই শুরু হল। আমি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করছি।”