নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বার ক্ষমতা প্রতিষ্ঠার পর থেকেই ত্রিপুরা কে পাখির চোখ করে এগোতে শুরু করে ঘাসফুল শিবির। সেইমত তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে কুনাল ঘোষ, সৌগত রায় ,বাবুল সুপ্রিয় ও সায়নী ঘোষের মত নেতা-নেত্রীরা ও আগরতলায় পৌঁছে ঘাসফুলের প্রচারে নামে। তবে সেখানেই ঘটে যায় বিপত্তি , যার প্রভাব পরে আজ শহরের বুকে।
আর পড়ুনঃ কড়া নাড়ছে নিম্নচাপ, ফের কবে মিলবে শীতের আমেজ?
ত্রিপুরার প্রভাব এবার বাংলায়, অগ্নিগর্ভ বিজেপির সদর দফতরে

এই নিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ” “বিজেপির পার্টি অফিস তৃণমূল দখল করে নিতেই পারে। সেই সম্ভাবনা রয়েছে। কারণ তৃণমূল দখলদারিতে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বলতে গেলে তৃণমূলই ত্রিপুরায় একটি বহিরাগত দল। ওরা আগে ওখানে সংগঠন তৈরি করুক।” তবে এই মুহূর্তে যত সময় এগোচ্ছে ততই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে বিজেপির সদর দফতর চত্বরে।