নজরবন্দি ব্যুরো: গত পাঁচ মাসে আটবার বোমা বিস্ফোরণের সম্মুখীন হয়েছে বীরভূমের দুবরাজপুর। সোমবার তৃণমূল কংগ্রেসকর্মী শেখ শফিকের বোমা বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। এই ঘটনার জেরে শেখ শফিকের ছেলে শেখ শাহ্রুখকে পুলিশ আটক করেছে। গ্রেফতার করা হয়েছে শেখ মরিলাল ন্মক একজন ব্যক্তিকেও। এই ঘটনায় বীরভূম জেলার দুবরাজপুর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: Droupadi Murmu: নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাত্য রাষ্ট্রপতি! বয়কটের ডাক বিরোধীদের
গত পাঁচ মাসে আট বার বিস্ফোরণের সম্মুখীন বীরভূমের দুবরাজপুর, এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসকর্মী শেখ শফিকের বাড়িতে আগে থেকেই বোমা মজুত ছিল। সোমবার হঠাৎই তাঁর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মঙ্গলবার মুল অভিযুক্ত শেখ শফিকের ভাই মরিলালকে গ্রেফতার করে পুলিশ। শফিকের ছেলে শেখ শাহ্রুখকেও পুলিশ আটক করেছে। এই ঘটনাড় জেরে বীরভূমের দুবরাজপুর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এর আগেও বহুবার দুবরাজপুরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে বোমা ও আগ্নেয়াস্ত্রের সন্ধানও পেয়েছে। এছাড়াও বোমা তৈরির মশলা দুবরাজপুর উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বোমা তৈরির জন্যই দুবরাজপুরকে বারংবার বিস্ফোরণের সম্মুখীন হতে হয়। চলতি মাসের শুরুর দিকে দুবরাজপুরের আগয়া গ্রামে শেখ মহিবুল নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণ হয়। আবার তার আগের মাসেই একই গ্রাম থেকে পুলিশ বোমা তৈরির মশলা উদ্ধার করে।
পুলিশ সুত্রে খবর, শেখ শফিকের বাড়িতে সিঁড়ির নীচে বোমা রাখা ছিল। সেখান থেকেই কোনও ভাবে বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ বিস্ফোরণে শফিকের বাড়ির দেওয়াল ও ছাদ ভেঙে পড়ে। এই ঘটনার জেরেই মুল অভিযুক্ত শেখ শফিকের ভাই মরিলালকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। আটক করা হয়েছে শফিকের ছেলে শেখ শাহ্রুখকেও। বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।