ডানা ছাঁটালো তৃণমূল, এবার খালি হাতে জিতেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো : ডানা ছাঁটালো তৃণমূল, বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটল শনিবার। এবার আসানসোল পুরসভার নতুন পুরপ্রশাসক পদে বসলেন অমরনাথ চট্টোপাধ্যায়। হারানো সেই পদ তিনি আর ফিরে পেলেন না। শনিবারই রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতর একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই বিষয়টির উল্লেখ করা হয়। অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

আরও পড়ুনঃ তবে কি এবার মিঠুনও গায়ে গলাচ্ছেন গেরুয়া বসন? রাজ্যে জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন। তিনি আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দলীয় সূত্রে খবর, আগামী সোমবার তিনি আসানসোলের পুর প্রশাসক পদের দায়িত্ব নেবেন। অমরবাবু এই দায়িত্ব পাওয়ার পরে তাঁর ওয়ার্ডের অনুগামী ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। তাঁরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এলাকাবাসীর কথায়, দেরিতে হলেও এতদিনে ‘যোগ্য ব্যক্তিকে’ পুরসভার শীর্ষ পদে বসানো হল। প্রসঙ্গত, ২০২০ সালেই চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। এরপর ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। তবে, রাজনৈতিক পট পরিবর্তনের হওয়ায় গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি।

একইসঙ্গে তিনি তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি পদ ত্যাগ-সহ দলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। নাটকীয়ভাবে ঠিক দু’দিন পরেই আবারও তৃণমূল ফিরে আসেন তিনি। কিন্তু এরপরও আসানসোল পুরসভার পুরপ্রশাসক ও দলের জেলা সভাপতির পদ জিতেন্দ্র তিওয়ারিকে ফিরিয়ে দেওয়া হয়নি।

ডানা ছাঁটালো তৃণমূল, যা ফিরিয়ে দেওয়া হতে পারে বলে তৃণমৃল কংগ্রেসের অন্দরে গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। ফলে, এরপরেও নতুন দায়িত্ব পাওয়ার পরে অমরবাবু বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

সাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহের মাঝে কোন কোন জেলায় স্বস্তি?

উত্তরবঙ্গের (North Bengal) উপরের কয়েকটি জেলায় যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িটে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের নীচের তিন জেলায় মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।

Lifestyle and More...