নজরবন্দি ব্যুরোঃ মেঘালয়ে বিধানসভা ভোট আসন্ন। ইতিমধ্যেই ভোট ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে দলের প্রার্থী তালিকা। মোট ৫২ আসনে ইতিমধ্যেই ঘোষিত প্রার্থী। আর এবার মেঘালয়কে মডেল রাজ্যে পরিণত করাটাই তৃণমূলের লক্ষ্য।
আরও পড়ুনঃ পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেল উত্তুরে হাওয়া, উধাও শীত, আরও চড়বে পারদ
সেরাজ্যে দলীয় ইস্তেহার প্রকাশ করতে গিয়ে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে। যারা যারা তৃণমূলকে বহিরাগত দল হিসাবে তোপ দেগেছে, মেঘালয়ের সেই দলগুলিকেও পাল্টা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন, যারা আমাদের বহিরাগত বলছিলেন, তাঁরা এখনও ইস্তেহার প্রকাশ করতে পারল না। আমরা চারদিনের মধ্যে ইস্তাহার প্রকাশ করে দিলাম। এতেই বোঝা যায় মেঘালয়ের মানুষের প্রয়োজন কারা বেশি বোঝে। কিন্তু ঠিক কি আছে এই ইস্তেহারে?

১। ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি দ্বিগুণ করা হবে। জিডিপি বৃদ্ধি হবে দুই সংখ্যায়।
২। আগামী পাঁচ বছরে প্রতিবছর ৪ হাজার করে MSME প্রতিষ্ঠিত হবে।
৩। পাঁচ বছরে ৩ লক্ষ চাকরি দেওয়া হবে।
৪। ২২ থেকে ৪০ বছরের যুবকদের মাসিক হাজার টাকা করে বেকার ভাতা।
বেকারদের মাসিক ভাতা থেকে ল্যাপটপ, মেঘালয়ের নির্বাচনী ইস্তাহারে কল্পতরু তৃণমূল
৫। উচ্চমাধ্যমিক এবং কলেজ পড়ুয়াদের ১ লক্ষ ল্যাপটপ।
৬। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে মাসিক ১ হাজার টাকা করে পাবেন মহিলারা।
৭। সব পেনশন এবং সামাজিক যোজনায় বরাদ্দ মাথাপিছু ন্যূনতম হাজার টাকা করে করা হবে।
৮। রাজ্যের ২ লক্ষ ১০ হাজার কৃষক পাবেন বার্ষিক ১০ হাজার টাকা।