নজরবন্দি ব্যুরো: সামনে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করেই শাসক দল তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার যাত্রা শুরু করেছেন। যদিও অভিষেকের এই যাত্রা নিয়ে বিরোধী দলের নেতারা কটাক্ষ কম করেননি। তবুও বলা যায় অভিষেকের এই নব জোয়ার যাত্রা সফল।
আরও পড়ুন: সংসদ ভবন অভিযানে কুস্তিগীরদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, নিন্দায় সরব মমতা
আর এই সফলতায় উৎসাহিত হয়ে এবার পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ জনতার সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে এক নতুন কর্মসূচি নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কি সেই কর্মসূচি। এবার জনতার সঙ্গে যোগাযোগ রাখতে তৃণমূল পডকাস্ট কে বেছে নিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল তেমনভাবে পডকাস্ট এর ব্যবহার করেনি।
এই কর্মসূচিতে অংশ নেবেন সাধারণ সম্পাদক থেকে প্রথমসারির নেতা-নেত্রীরা। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সমস্ত নেতা নেত্রীরা সরকারের বিভিন্ন কাজের কথা তুলে ধরবেন পঞ্চায়েত নির্বাচনের আগে। তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা।

এবং সেই প্রকল্পগুলি সুবিধা পেতে গেলে কি করতে হবে তাও তুলে ধরা হবে এই পডকাস্ট এর মাধ্যমে। পাশাপাশি, এই কর্মসূচিতে গ্রামবাংলায় লুকিয়ে থাকা প্রতিভার অন্বেষণ করা হবে বলে জানানো হয়েছে। কোনও গ্রামে হয়তো কোনও ভাল গায়ক রয়েছেন, কিন্তু তেমন সুযোগ মেলেনি।
ভোটের আগে তৃণমূলের ফের নতুন কর্মসূচী, এবার জনসংযোগ হবে পডকাস্টে
কোনও এলাকায় কোনও বিশেষ ধরনের জিনিস প্রসিদ্ধ, কিন্তু এখনও তা বাংলার জনগণের তেমন ভাবে নজরে আসেনি— এমনই সব প্রতিভাবান ব্যক্তিকে সুযোগ দেওয়ার পাশাপাশি অন্তরালে লুকিয়ে থাকা কোনও শিল্প সম্ভাবনাকে জনসমক্ষে তুলে ধরা হবে। তৃণমূলের অনেকেই মন করছেন পঞ্চায়েত ভোটের আগে এই নতুন কর্মসূচীতে সাফল্য আসবে ভোট বাঙ্কে।