নজরবন্দি ব্যুরো: পুজো এলেই একদল ব্যাগ গুছিয়ে লম্বা ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। একদল আবার পুজো এলে বাংলার বাইরে যেতে চান না। তবে তার আগে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কাছাকাছি কোথাও। কিন্তু যাবেন কোথায়? দার্জিলিং, কালিম্পং এখন একঘেয়ে। এছাড়া পর্যটকদের ভিড় এড়িয়ে ছুটির মুহূর্ত কাটানো দায়! আজকের প্রতিবেদনে খোঁজ রইল এরাজ্যের উত্তরবঙ্গের কয়েকটি ঠিকানার।
আরও পড়ুন: ‘মিনি আন্দামান’, ‘মিনি মেঘালয়’- কলকাতার কাছেই দুই ঠিকানায় ঘুরে আসুন একবার
বানকুলুং
নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত বানকুলুং। এর উপর দিয়ে বয়ে গিয়েছে বালাসন ও মুরমাহা নদী। নদীর জলের স্নিগ্ধতা এবং চারিদিকে সবুজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। যারা ব্যস্ততা ভুলে কয়েকদিনের মানসিক শান্তি খুঁজতে বেড়াতে যেতে চান তাঁদের জন্য আদর্শ ঠিকানা এই পাহাড়ি গ্রাম। বানকুলুংয়ের কাছেই রয়েছে দুধিয়া। হাতে সময় থাকলে এখানেও ঘুরে আসতে পারেন। দুধিয়ার মঠ বেশ জনপ্রিয়।
বক্সা ফোর্ট
বক্সা পাহাড়ের একদম উপরে অবস্থিত লেপচাখা থেকে ডুয়ার্সের সৌন্দর্য অতুলনীয়। লেপচাখা বক্সা ফোর্টের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র। আলিপুরদুয়ার থেকে লেপচাখা ৩০ কিলোমিটারের পথ। তবে পর্যটকদের অ্যাডভেঞ্চার পছন্দ হলে সান্তলাবাড়ি থেকে বক্সা ফোর্ট পর্যন্ত ট্রেকিং করেও আসতে পারেন। ঝালং থেকে আপনি তোর্সা নদীর দৃশ্য উপভোগ করতে পারেন।
সাংসের
উত্তরবঙ্গের কালিম্পঙয়ের কাছেই অবস্থিত এই পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায়, কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত। কপাল ভালো থাকলে এই গ্রাম থেকে স্পষ্ট চোখে পড়বে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গ্রামে একবার এলে আর ফিরে যেতে চাইবেন না। যতদূর চোখ যায় দেখতে পাবেন চা বাগান, এই পাহাড়ি গ্রামের প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি।
অল্প দিনের ছুটিতে গন্তব্য হোক উত্তরবঙ্গ, ঘুরে দেখুন এই জায়গাগুলি
