নজরবন্দি ব্যুরো: পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবির বিতর্ক শেষ হতে না হতেই ফের এক নতুন ছবি নিয়ে বিতর্ক শুরু বাংলায়। ছবির নাম ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল!’ এই হিন্দি ছবিটির পরিচালক সানোজ মিশ্র। নেটদুনিয়ায় এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল রাজ্য পুলিশ।
আরও পড়ুন: ভালোবাসার কোনও বয়স না, ৬০ বছর বয়সে দ্বিতীয়বার মালা বদল করে প্রমাণ করলেন আশিস
পরিচালক সানোজকে সোজা পাঠানো হল আইনি নোটিস। অভিযোগ এই ছবির মধ্যে দিয়ে বাংলার সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। আমহার্স্ট স্ট্রিট থানায় পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকাও হয়েছে। IPC- ১২০বি/ ১৫৩এ/ ৫০১/৫০৪ -নানা ধারায় মামলা করা হয়েছে।
ছবির নির্মাতাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরূপ মন্তব্য! সত্যের নামে মিথ্যাপ্রচার! বিভিন্ন সম্প্রদায় তথা ধর্মকে উল্লেখ করে মানহানীকর, কথাবার্তা বলা হয়েছে! ফলেই পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত যাতে না হয়, সেকারণেই অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার,পরিচালককে নোটিস পুলিশের
যদিও ছবির পরিচালক সনোজ মিশ্র দাবি করেছেন, বাংলাকে অপমান করা তাঁর উদ্দেশ্য নয় ৷ বরং গবেষণা করে তিনি সত্য তুলে ধরেছেন তাঁর ছবি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলে। দেখুন এই ছবির ট্রেলার।