নজরবন্দি ব্যুরো: এবার এশিয়া কাপে ভূমিকায় ছিল বরুন দেব। টুর্নামেন্টের একাধিক ম্যাচ একের অধিক বার থমকে গিয়েছে বৃষ্টির কারণে। এইরকম অবস্থায় আগামীকাল এশিয়া কাপের ফাইনালে খেলতে নামছে ভারত এবং শ্রীলঙ্কা। আর ম্যাচের আগেই সবচেয়ে বেশি যে প্রশ্ন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ, বিশ্বকাপের আগে সূর্যের বদলি খোঁজা শুরু
সেটা হল ফাইনাল ম্যাচে রবিবার ব্যাঘাত ঘটবে না তো বৃষ্টি? যদিও ফাইনাল ম্যাচে একটা রিজার্ভ ডে রয়েছে। আবহাওয়া দপ্তর। বিভিন্ন আবহাওয়া ওয়েবসাইটে যে খবর দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে রবিবার ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দুপুর ৩টে থেকে ম্যাচ শুরু।
তখন ভাল রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিকেল ৫টা এবং সন্ধে ৭টার সময়েও বৃষ্টি হবে। রাতের দিকে বৃষ্টির প্রকোপ কমতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার দুপুর ১টা থেকে কলম্বোয় বৃষ্টি শুরু হবে। তা চলবে সন্ধে ৭টা পর্যন্ত।
কাল এশিয়া কাপের ফাইনাল, বরুন দেবের আশীর্বাদ পাবে দুই দল? কী বলছে হাওয়া অফিস
ওই সময়ে খেলা করাই যাবে না। যদি রবিবার কোনও ভাবে দু’দলই অন্তত ২০ ওভার না খেলতে পারে, তা হলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। দু দিনই বৃষ্টিতে খেলা সম্পূর্ণ না করা গেলে দু’দলকে যুগ্ম ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।