আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ, কেমন হতেপারে ভারতের একাদশ
Today is the second one day match between ind vs aus

নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম ওডিআই জিতেছে ভারত। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে তারা। আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ। মাঝে একটাই দিন ছিল। ফলে প্র্যাক্টিসের পথে পা বাড়ায়নি দু-দলই। মোহালিতে ম্যাচ শেষে দেখা রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং প্র্য়াক্টিস করছেন।

আরও পড়ুন: রবিবার সকালে এশিয়ান গেমসে পদক প্রাপ্তি ভারতের, বাংলার মেহুলির হাত ধরে রুপো শুটিংয়ে

বিশ্বকাপের আগে অনেকের কাছে ইন্দোরেই হয়তো শেষ সুযোগ। কারও কাছে দলে ঢোকা, আর কারও জন্য একাদশে এন্ট্রি। ইন্দোরেও চলবে পরীক্ষা। কারা পাশ করবেন, নজর সে দিকেই। আর সেই মতো আজ নিজেকে প্রমাণের শেষ সুযোগ পাচ্ছেন শ্রেয়স আইয়ার। বিশ্বকাপের পরিকল্পনাকে সামনে রেখে অশ্বিনের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে জায়গা পান কি না, সেটাই দেখার।

IND vs AUS: আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ, কেমন হতে পারে ভারতের একাদশ

মনে করা হচ্ছে, ভারত কমবেশি প্রথম ম্যাচের একাদশই নামাবে। তবে এদিন শার্দূল বা বুমরাহর জায়গায় সিরাজকে খেলানো হতে পারে। ব্যাটিং বিভাগে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। রোহিত না থাকায় গিলের সাথে ওপেন করবেন ঋতুরাজ। শ্রেয়স আয়ার তাঁর শেষ সুযোগ পাচ্ছেন আজ। প্রথম এক দিনের ম্যাচে রান পেয়েছেন সূর্যকুমার।

IND vs AUS: আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ, কেমন হতে পারে ভারতের একাদশ

টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ক্রমতালিকা অনুযায়ী তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। এ বার দ্বিতীয় ম্যাচেও সুযোগ থাকবে তাঁর কাছে। রোহিত এবং হার্দিক না থাকায় দলের অধিনায়ক রাহুল। তিনি থাকবেন আজ। বিশ্বকাপের দলে রয়েছেন তরুণ উইকেটরক্ষক ঈশান। গত ম্যাচে সে ভাবে রান পাননি। তাই এদিন তিনি দলে থাকবেন। শার্দূল ঠাকুর হার্দিক না থাকায় পেসার অলরাউন্ডার হিসাবে খেলছেন শার্দূল। আজ তাকেও খেলানো হতে পারে।

আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ, কেমন হতে পারে ভারতের একাদশ

IND vs AUS: আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ, কেমন হতে পারে ভারতের একাদশ

দলের সহ-অধিনায়ক জাদেজা। তিনি দলে থাকা মানে লোয়ার অর্ডারে দলকে ভরসা দিতে পারবেন। তিনিও খেলবেন আজ। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ম্যাচে একটি উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও সুযোগ পাবেন। বিশ্বকাপের আগে এই সিরিজ় অশ্বিনের সামনে বড় সুযোগ। প্রথম ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন শামি। তাঁর সঙ্গে সিরাজের দলে ঢোকার লড়াই রয়েছে। দ্বিতীয় ম্যাচেও সুযোগ পেতে পারেন শামি। মহম্মদ সিরাজ দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাকে। শামির সঙ্গে খেলতে পারেন তিনি।