নজরবন্দি ব্যুরোঃ বিয়ের মরশুমে এই সুখবর কিছুটা স্বস্তি দিল আমজনতাকে। ডিসেম্বর মাসের শুরুতে আজ সামান্য হলেও কমল সোনার দাম। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম এতটাই বেড়ে গিয়েছিল যে এর ফলে সাধারণ মানুষজন ও ব্যবসায়ীরা বড় চিন্তিত হয়ে উঠেছেন। বর্তমান সময়ে বিশ্ব বাজারের পাশাপাশি ভারতবর্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ অভিষেকের সভার আগে হাইকোর্টে শুভেন্দু, আজই মামলার শুনানি

বিয়ের মরশুমে সোনা ও রুপোর দামের (Gold and Silver Price) বারংবার উত্থান-পতন এমন কিছু নতুন ব্যাপার না, প্রত্যেক বছরই একই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের। এই পরিস্থিতিতে এ বছরও সোনার ঊর্ধ্বমুখী দাম সাধারণ মানুষদের বেশ চিন্তার মধ্যেই রেখেছে। আজ ভারতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৫০ টাকা৷ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫২ হাজার ৯৭০ টাকা৷ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৮ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫২ হাজার ৯৭০ টাকা। সোনার দাম আজ বৃদ্ধি পেলেও আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামের (Silver Price) তেমন কিছু পরিবর্তন হয়নি। আজও এক কেজি রুপোর দাম রয়েছে ৬২ হাজার ৩০০ টাকা।
বিয়ের মরশুমে কিছুটা স্বস্তি, মাসের শুরুতেই আজ দাম কমল সোনার
বাড়িতে মেয়ের বিয়ের জন্যে, অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য অনেক মানুষই সোনার তৈরি বিভিন্ন ডিজাইনের গয়না বা সোনার কয়েন বা অন্যান্য জিনিসপত্র ক্রয় করে থাকেন তা কারোরই অজানা নয়। সোনার চাহিদার ফলে লাভের মুখ দেখেন ব্যবসায়ীমহলও। ফলে সোনার দাম বাড়তে থাকলে ক্রেতাদের পাশাপাশি ব্যবসায়ীমহলেও চিন্তার পরিবেশ সৃষ্টি হয়ে থাকে।