নজরবন্দি ব্যুরো: ফের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। কলেজ ফেস্টের নামে কাঁড়ি-কাঁড়ি টাকা চাঁদা তোলা, এমনকি পড়ুয়াদের চাপ দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে। আরজি কর, ন্যাশনাল মেডিক্যাল কলেজের পর এবার ঘটনাস্থল রামপুরহাট মেডিক্যাল কলেজ। পড়ুয়াদের কাছ থেকে চার-পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্যস্ত মেট্রো স্টেশনের কাছেই ভেঙে পড়ল বাড়ির চাঙড়, জখম পথচারী, আহতের মাথায় ৩০ টি সেলাই
অভিযোগ উঠছে, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তরফে কলেজ ফেস্টের জন্য মোটা টাকা তোলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই টাকা দিতে না পারলেও হুমকি। টিএমসিপি ইউনিটের নেতৃত্বাধীন কলেজের রসিদ ছাপিয়ে টাকা তোলার কাজ করছিল। এমনকি ঘটনা প্রকাশ্যে আসতেই রসিদ কেটে টাকা নেওয়ার পরিবর্তে ডিজিটাল পেমেন্টের জন্য চাপ দেওয়া হয় পড়ুয়াদের। পড়ুয়াদের দাবি, “প্রথম বর্ষের কাছ থেকে পাঁচ হাজার, দ্বিতীয় বর্ষের কাছে চার হাজার টাকা চাওয়া হচ্ছে। অনেকেরই আর্থিক পরিস্থিতি ঠিক নেই এই অবস্থায় তাঁরা টাকা দিতে পারছে না।
রামপুরহাট মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ, গত বছরেও কোনও অডিট হয়নি। কত টাকা নয়ছয় হয়েছে তার কোনও হিসেব নেই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কলেজের টিএমসিপি ইউনিটের নেতা। তাঁর দাবি, কোনও রসিদ দিয়ে বা কিছু করেই টাকা তোলা হচ্ছে না। ছাত্রপরিষদের পাল্টা অভিযোগ, রসিদের উপরে টিএমসিপি ইউনিটের সিলমোহর লাগিয়ে টাকা তোলা হচ্ছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতে ফের শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বঙ্গবিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “পড়ুয়ারা যদি আমাদের কাছে এসে অভিযোগ করেন তাহলে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।” তৃণমূল সাংসদ শান্তনু সেন এবিষয়ে বলেন, “এটা বাংলার সংস্কৃতি নয়। তদন্ত করে দেখা হোক। মুখ্যমন্ত্রীর হাত ধরে মেডিক্যাল কলেজগুলোর উন্নতি হয়েছে। আমি অনুরোধ করব আমাদের আধিকারিকদের যাতে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখেন।”
কলেজ ফেস্টের জন্য মোটা টাকা চাঁদা আদায়, পড়ুয়াদের চাপ, ফের কাঠগড়ায় TMCP
