নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বহুবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বকেয়া টাকা আদায় করতে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছেন। সেইমতই আগামী মাসের শুরুতেই দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের বহু নেতা এই ধরনায় শামিল হতে চলেছেন। তার আগেই কর্মসূচির বিস্তারিত জানাতে এবং জনবল বাড়াতে ভার্চুয়াল প্রচার করবেন অভিষেক।
আরও পড়ুন: বাংলায় বাড়ছে ডেঙ্গুর দাপট, পরিস্থিতি সামলাতে আজই নবান্নে বৈঠকে মুখ্যসচিব-স্বাস্থ্যসচিব
একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের জন্য কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর আকারে আন্দোলন গড়ে তুলতে তিনদিনের কর্মসূচিতে নামছে রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী ১ অক্টোবর দলের সকলকে দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। পরদিন অর্থাৎ ২ তারিখ রাজঘাটে ধরনায় বসবে তৃণমূল, দুপুর ২ টো পর্যন্ত অনুষ্ঠান চলবে। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যোগ দেবেন বলে খবর। ৩ টের পর জমায়েত ও প্রতিবাদ। ৩ অক্টোবর যন্তরমন্তরে ধরনা অবস্থান রয়েছে তৃণমূলের। সেখান থেকে ৫০ লক্ষ চিঠি নিয়ে পদযাত্রা করে কৃষিভবন যাবেন নেতারা।
টাকা আদায়ের জন্য গ্রাম থেকে, বিশেষত যারা ১০০ দিনের কাজের বকেয়া টাকা এখনও পাননি, তাঁদের কাছ থেকে চিঠি সংগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে কৃষিভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবে তৃণমূল। এই সমস্ত কর্মসূচি সকলকে জানাতে ভার্চুয়াল প্রচার করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তৃণমূল সূত্রে খবর, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ব্লকে ব্লকে অভিষেকের বক্তব্য পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিনই মঞ্চে দাঁড়িয়ে দলের কর্মীদের উদ্দেশ্যে দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন। একশো দিনের বকেয়া টাকা আনতে রাজধানীতে বিশাল কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।
আগামী মাসেই দিল্লিতে বিশাল কর্মসূচি তৃণমূলের, জনবল বাড়াতে ভার্চুয়াল প্রচারে Abhishek Banerjee
