মমতাকে 'আগামী প্রধানমন্ত্রী' সম্বোধন করে বিজেপি ত্যাগ কিষান মোর্চা সম্পাদকের।
মমতাকে 'আগামী প্রধানমন্ত্রী' সম্বোধন করে বিজেপি ত্যাগ কিষান মোর্চা সম্পাদকের।

নজরবন্দি ব্যুরোঃ তেলও মিশল জলের সাথে, যৌথ প্রার্থী দাঁড় করাল তৃণমূল ও বিজেপি বিক্ষুব্ধরা। রাজ্যে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনীতির প্রায় সমস্তরকম রঙ্গের সাক্ষী থাকছে রাজ্য রাজনীতি। দলবদলের পালা তো বহুদিন ধরেই শুরু হয়ে গেছে। সাম্প্রতিক ঘটনা প্রার্থী নিয়ে বিক্ষোভ ও ফলস্বরূপ নির্দল প্রার্থী দাঁড় করানো।

আরও পড়ুনঃ ভোটের আগে শেষ সানডে, একই সাথে প্রচারে মমতা-অভিষেক ও মোদি-অমিত।

তবে সবকিছুকে ছাপিয়ে গেল ধুপগুরির ঘটনা। সেখানে প্রার্থী পছন্দ নয় তৃণমূল ও বিজেপি দুই দলেরই বেশ কিছু নেতা কর্মী। তাই সেই বিক্ষোভের ফল হিসেবে দুই দলই চাইছিল নির্দল প্রার্থী দাঁড় করাতে। তাই অবশেষে মিলেই গেল দুই দল। দুই দলের বিক্ষুব্ধরা মিলে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করাল সেখানকার ইতিহাসের অধ্যাপক নির্মল চন্দ্র রায় কে।

দু দলের কর্মীরা যারা পরস্পরের বিরোধিতা করত তারাই এখন একজোট হয়ে প্রচার করবেন নির্মল বাবু জন্য। এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকছে এবারের নির্বাচনের ধুপগুরি। এই নিয়ে কতাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি। তারা বলেছেন আসলে দুটো দল একই দল। কোন ফারাক নেই।

এখন ধুপগুরিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। যেখানে দুই প্রধানের বিরুদ্ধে একযোগে লড়বে তাদেরই প্রাক্তন। এখন দেখার ২ রা মের ফলাফলে কি হয় । সেখানে কে জয় পায় তা সময়ই বলে দেবে।