নজরবন্দি ব্যুরো: বকেয়া ডিএ মেটানোর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। শনিবার সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে হাজরা মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম সহ অনেকেই। মঞ্চে দাঁড়িয়েই কেন্দ্রকে একের পর এক তীরে বিঁধলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। ডিএ নিয়ে কথা বলেন তাঁরা। শাসক দলের দাবি কেন্দ্র টাকা দিলেই বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: মন্ত্রী-কন্যার চাকরি নিজের নামে করেছিলেন, সেই ববিতার সুপারিশ পত্র বাতিল SSC-র
গতকাল (৩ জুন) সমাবেশ মঞ্চ থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন জোরদার করার ডাক দেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “কেন্দ্র সরকার বাংলার প্রাপ্য আটকে রেখেছে। এক লক্ষ পনেরো কোটি টাকা বকেয়া রয়েছে। সেই টাকা দিলেই ডিএ দেওয়া যাবে।” একই সুর শোনা যায় রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজার গলাতেও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ডিএ নিয়ে বলেন, “ডিএ দিলে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। কেন্দ্র বাংলার পাওনা দিক। আপনাদের ডিএ পাওয়া কেবল সময়ের অপেক্ষা।” রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘কেন্দ্রে স্বৈরাচারী সরকার নিপাত যাক। বাংলার পাশাপাশি গোটা দেশে উন্নয়নের হওয়া বইবে।’

ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুঁইয়ার কথায়, “লোকে ভেবেছিল ফেডারেশন মানে সব ফেড হয়ে যাবে। কিন্তু বাম জমানার ধর্মঘট, বনধ সংস্কৃতি বন্ধ করে কর্মসংস্কৃতি ফিরিয়ে এনেছে ফেডারেশন।” একইসঙ্গে আগামী কয়েকমাসের মধ্যে ফেডারেশনের সদস্যপদ দু লাখে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাস সিপিএমের কর্মসচারী সংগঠন কো-অর্ডিনেশনকে চ্যালেঞ্জ করে বলেন, “আয় কো-অর্ডিনেশন দেখে যা ফেডারেশনের ক্ষমতা।” পাশাপাশি বিজেপিকে নিশানায় এনে বলেন, “বিজেপির ১৮ জন সাংসদ। কত পরিষেবা দিতে পেরেছে তাঁরা বাংলাকে? কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন বাংলার মানুষের জন্য তুলনা করে দেখুন।”

সমাবেশের মঞ্চে দাঁড়িয়েই দেশের রাজনীতিতে পরিবর্তনের ডাক দেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দেশের রাজনীতিতে তোলপাড় আসার সময় চলে এসেছে। ১৮ টা দল এনডিএ-র সঙ্গে ছিল। ১৪ টি ছেড়ে গিয়েছে।” গতকাল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডাকে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক, বিধায়ক দেবাশিস কুমার এবং জয়প্রকাশ মজুমদারও।
DA দিলে একমাত্র মুখ্যমন্ত্রী দিতে পারবেন, তৃণমূলের নিশানায় কেন্দ্র
