Tiger Panic: বাঘের আতঙ্ক ইসলামপুরে, এদিক ওদিক পায়ের ছাপ

বাঘের আতঙ্ক ইসলামপুরে, এদিক ওদিক পায়ের ছাপ
বাঘের আতঙ্ক ইসলামপুরে, এদিক ওদিক পায়ের ছাপ

নজরবান্দি ব্যুরোঃ চা বাগানে বাঘের আতঙ্ক ইসলামপুরে। বুধবার সন্ধ্যে থেকে রাতের অন্ধকারে এলাকায় বাঘ ঘুরে বেরিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। উত্তর দিনাজপুরের ইসলামপুরের অজিতবাস এলাকায় আতঙ্কিত বাসিন্দারা।

আরও পড়ুনঃ দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু, অপেক্ষা আর কয়েক দিনের, কলকাতার প্রস্তুতি কতদূর?

গ্রামবাসীদের দাবি, ওই এলাকায় বুধবার সন্ধ্যায় নাগাদ বাঘ দেখতে পেয়েছেন তাঁদের কয়েকজন। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “বাঘের পায়ের চিহ্ন মিলেছে। প্রায় এক থেকে দেড় ইঞ্চি পুরু মাটিতে পায়ের ছাপ দেখা গিয়েছে।

বাঘের আতঙ্ক ইসলামপুরে, এদিক ওদিক পায়ের ছাপ

বাঘ ছাড়া অন্য কোন জন্তু হতে পারে না।” রায়গঞ্জ বিভাগীয় আধিকারিক কমল সরকার বলেন, “বাঘ দেখা গিয়েছে বলেই একটা খবর শুনেছি। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” বাঘ হানার খবরে আতঙ্কিত স্থানীয়রা।

12 14

বাঘের আতঙ্ক ইসলামপুরে, এদিক ওদিক পায়ের ছাপ

13 17

তবে এখনও পর্যন্ত অবশ্য বনকর্মীরা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তবে সেটি বাঘ নাকি অন্য কোনও বড় জন্তুর, সেটা স্পষ্ট নয়। গ্রামবাসীরা জানাচ্ছেন, এর আগে এলাকায় কখনও এমন ধরনের পশুর পায়ের ছাপ দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।