EXCLUSIVE: শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার, ছোঁড়া হল ইট

নজরবন্দি ব্যুরো: শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার, একদিকে নন্দীগ্রাম অন্যদিকে কলকাতা। মমতা বন্দ্যাোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী…সোমবার দুই হেভিওয়েট মানুষের হাইভোল্টেজ সভা মিছিলের সাক্ষী থাকলেন রাজ্যবাসী। সোমবার টালিগঞ্জ থেকে রাসবিহারী অবধি মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফ থেকে। এদিনের ট্যাবলোতে একসঙ্গে রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: কলকাতার মানুষের প্রতি আস্থা হারাচ্ছেন মমতা, মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোকের কটাক্ষ শোভনের
এদিন মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ কলকাতা। চারু মার্কেট থেকে মুদিয়ালি এলাকা অবধি ছোঁড়া হল ইট। এমনকি ছেঁড়া হয় গেরুয়া শিবিরের পতাকা। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এদিন তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাচ্ছে। এদিন মিরজাফর স্লোগান তোলা হয় শুভেন্দুকে লক্ষ্য করে। শুভেন্দুকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান তোলা হয়।
শুভেন্দুর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার, এদিন ট্যাবলো থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘৭ জেলা থেকে লোক এনে সভা করেছে তৃণমূল। সভায় জবাব দেব। আগের দলে সন্মান পাইনি।’ বিজেপির তরফ থেকে এই হামলা প্রসঙ্গে বলা হয়েছে যে, তৃণমূল কোণঠাসা হয়েছে বলে এই হামলা।