নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। মাঝে মাঝেই মেঘে ঢেকে যাচ্ছে সূর্য। মেঘাচ্ছন্ন হচ্ছে আকাশ। কিন্তু মিলছিল না গরমের থেকে স্বস্তি। তবে আলিপুর আবহাওয়া দফতরের অফিস থেকে জানানো হয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। শিলাবৃষ্টি হওয়ার সম্ভবনাও রয়েছে।
চলতি সপ্তাহের শুরু থেকেই জাঁকিয়ে উঠেছে গরম। দুপুরের পরই বেড়েছে তাপপ্রবাহ। মঙ্গলবার বিকেল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে পারে ঝড়বৃষ্টি। সেই সঙ্গে জেলা গুলিতে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বোয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলায় ঝড়ের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।

প্রসঙ্গত কলকাতা ছাড়াও ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার শিলাবৃষ্টিও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের অফিস থেকে আরও জানানো হয়েছে যে ঝড়বৃষ্টির জন্য রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া দফতর অফিস থেকে জানিয়েছে, বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। সেই কারনেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে চলবে ঝড়বৃষ্টি। যার জেরে রাজ্যে কমতে পারে তাপমাত্রা।