নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে বিশ্বের পরিবেশগত যেসমস্ত সমস্যা রয়েছে তাদের মধ্যে অন্যতম বিশ্ব উষ্ণায়ন। বেশ কিছু বছর ধরেই এই বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছিল। জানা গিয়েছিলো আগামীতে অক্সিজেন শূন্য হয়ে যাবে পৃথিবী। কিন্তু সেই সময় যে এত তাড়াতাড়ি ঘনিয়ে আসবে তা হয়তো গুনাক্ষরেও টের পাওয়া যায়নি। বিজ্ঞানীদের ভবিষ্যৎবানী শুনে ভয়ের দিন গুনছে মানুষ।
আরও পড়ুনঃ মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট
কারন কয়েকবছর ধরে যেহারে গাছ কাটা হচ্ছে তাতে পৃথিবীর ভারসাম্য পালটে যাচ্ছে। বিজ্ঞানীদের ভবিষ্যৎবানীতেও উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। পৃথিবীর বায়ুমণ্ডলও ধীরে ধীরে ধ্বংসের মুখে যেতে চলেছে। উষ্ণতাও বাড়তে চলেছে নির্মমভাবে। যার টের আমরা সকলেই পাচ্ছি। জলবায়ুও অকৃত্রিমভাবে পরিবর্তিত হচ্ছে।
বিজ্ঞানীদের তরফ থেকে জানানো হয়েছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই হু হু করে কমবে অক্সিজেনের মাত্রা। পৃথিবীর কোন জীবই অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারেনা। ফলে অক্সিজেন যদি ধীরে ধীরে কমতে শুরু করে তাহলে একে একে সব জীব বিলুপ্ত হতে শুরু করবে।

শুধু জীব নয়, পৃথিবী থেকে গাছও উধাও হয়ে যাবে। কারন অক্সিজেনের পাশাপাশি কমতে শুরু করবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও। আর কার্বন ডাই অক্সাইড ছাড়া কোন গাছ বেঁচে থাকতে পারেনা। যার অভাবে কয়েকশো বছরের মধ্যে উধাও হয়ে যেতে পারে পুরো উদ্ভিদ জগত।
বিপর্যয়ের দোরগোড়ায় বিশ্ব! কয়েক বছরের মধ্যে নিশ্চিহ্ন হবে পৃথিবী
ফলে মানবসভ্যতা নিশ্চিন্ত হয়ে যাওয়া নিয়ে ভাবাচ্ছে বিজ্ঞানীসহ সাধারণ মানুষদের। কারন আর কয়েকবছরের মধ্যে যদি বিকল্প কোন ব্যবস্থা না তৈরি হয়। তাহলে সত্যিই কঠিন সমস্যার মুখে পরতে হবে।