Bollywood: মুক্তি পেল অজয় দেবগন পরিচালিত ‘ভোলা’-র ট্রেলার

মুক্তি পেল অজয় দেবগন পরিচালিত 'ভোলা'-র ট্রেলার
The trailer of Ajay Devgn's 'Bhola' was released

নজরবন্দি ব্যুরোঃ বছরের সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন-এন্টারটেইনারের ট্রেলার, অর্থাৎ ‘ভোলা’-র ট্রেলার এখন মুক্তি পেয়েছে। ফের একসাথে অজয়-টাবু। এই ছবি ঘিরে সারা দেশ জুড়ে অজয়ের ভক্তদের কৌতূহল জাগিয়েছে। সাধারণত অ্যাকশন-অ্যাডভেঞ্চার দেখার জন্য জনসাধারণের মধ্যে যথেষ্ট উৎসাহ থাকে।

আরও পড়ুনঃ ভারতে সর্বকালের সেরা হিন্দি ছবি হল ‘পাঠান’, বক্স অফিসে ১০০০ কোটি পার

আর এই ছবির প্রথম লুকটি প্রকাশিত হওয়ার পর থেকেই অ্যাকশন-প্যাকড ছবিটির ট্রেলার দেখার জন্য প্রত্যেকেই উৎসাহিত ছিলেন। এই ছবিতে প্রধান চরিত্র আছেন অজয় দেবগন। তাঁর বিপরীতে দেখা যাবে টাবুকে।

Bollywood: মুক্তি পেল অজয় দেবগন পরিচালিত 'ভোলা'-র ট্রেলার

এছারাও আছেন বিনীত কুমার, গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং অমলা পল। অজয় দেবগনের চতুর্থ পরিচালনায় ‘ভোলা’ একজন নির্ভীক পিতার গল্প। যিনি তার যুবতী কন্যার কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন।

মুক্তি পেল অজয় দেবগন পরিচালিত ‘ভোলা’-র ট্রেলার

মুক্তি পেল অজয় দেবগন পরিচালিত 'ভোলা'-র ট্রেলার

মাদকের প্রভু, দুর্নীতিবাজ বাহিনী এবং একাধিক বিপত্তি ভোলার জন্য কোন বাধা নয়, তিনি বাইরে থেকে একজন যোদ্ধা এবং ভিতরে একজন রক্ষক। সব মিলিয়ে এই ছবি মুক্তির জন্য অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা।