নজরবন্দি ব্যুরোঃ  দেশের করোনা সংক্রমণ  হার নিম্নমুখী হলেও গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণ হার হয়েছে ঊর্ধ্বমুখী এবং তা বেড়ে ১৯,৮৯৩। তবে বুধবার এই সংখ্যা ছিল ১৭,১৩৫। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। মৃত্যু হয় ৫৩ জনের। সক্রিয় রোগীর সংখ্যা  বর্তমানে ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।

আরও পড়ুনঃতাইওয়ানের আকাশজুড়ে চিনা সেনার মহড়া, তবে কী যুদ্ধের আশঙ্কা?

একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা,২০ হাজারের দোরগোড়ায়
একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা,২০ হাজারের দোরগোড়ায়

দেশে দৈনিক সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় কর্নাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৩৬ জন ।তারপরেই রয়েছে দিল্লি , আর সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ২,০৭৩জন।কোভিড বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা ১,৯৩২ জন, কেরলায় ১,৪৪৯জন, তামিলনাড়ুতে ১,২৮৮ জন এবং গুজরাটে ১,০৫৯জন। একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে, গত ২৪ঘণ্টায় পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ছিল হাজারের কাছাকাছি, এবং তার সংখ্যা ছিল ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ৪.৯৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৫৩০। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ২৪ হাজার ২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।

একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা,২০ হাজারের দোরগোড়ায়

একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা,২০ হাজারের দোরগোড়ায়
একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা,২০ হাজারের দোরগোড়ায়

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৫ কোটি মানুষকে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন প্রায় সাড়ে ২৩ লক্ষ। ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়াতে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলেই সূত্রের খবর। টিকাকরণের পাশাপাশি করোনা প্রতিরোধ করতে উদ্যোগ নেওয়া হয়েছে  করোনা টেস্টিংয়ের ওপর।