লিবিয়ায় ভয়ঙ্কর ঝড় আর বিধ্বংসী বন্যা, মৃত্যু ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার
Terrible storms and devastating floods in Libya

নজরবন্দি ব্যুরো: এখন পৃথিবী জুড়ে কোনও না কোনও দেশের কোনও না কোনও অংশে লেগেই থাকে প্রাকৃতিক দুর্যোগ। এখন যেমন লিবিয়ায় চলছে ঝড়ের ভয়ংকর নাচনকোঁদন। এখন যেমন লিবিয়ায় চলছে ঝড়ের ভয়ংকর নাচনকোঁদন। আর তার জেরে বিধ্বংসী বন্যা। লিবিয়ার পূর্বাঞ্চলে হওয়া ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় মৃত্যু ৫০০০ মানুষের, নিখোঁজ প্রায় ১০ হাজার মানুষ।

আরও পড়ুন:দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি সতর্কতা, কমবে তাপমাত্রা 

জলস্রোতে ভেসে গিয়েছে পুরো এলাকাই! সেখানে ঘরবাড়ির ধ্বংসস্তূপ, কাদাজল, রাস্তাঘাটে পড়ে রয়েছে মৃতদেহ। যত দূর চোখ যায় লাশ। সমুদ্রেও ভাসছে দেহ। পচা দেহের গন্ধ আর স্বজনহারা কান্নায় দুঃস্বপ্নে ডুবে ডারনা শহর।গত ৪ সেপ্টেম্বর গ্রিস উপকূলে ভূমধ্যসাগরের উপর তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’।

Libya: লিবিয়ায় ভয়ঙ্কর ঝড় আর বিধ্বংসী বন্যা, মৃত্যু ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার

যার পর রেকর্ড বৃষ্টিপাত হয় গ্রিসে। পরে তা লিবিয়ায় আছড়ে পড়ে। ১০ সেপ্টেম্বর সেখানে তীব্রতর হয় ঘূর্ণিঝড়। সঙ্গে শুরু হয় একাটানা ভারী বৃষ্টিপাত। ড্যানিয়েলের জেরে লিবিয়ার বিভিন্ন অংশে ১৫০ থেকে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লিবিয়ার আল-বায়দা, ডেরনা, আল-মারজ, তোবরুক, টেকনিস, আল-বায়দা, আল-জাবাল আল-আখদার এবং পূর্বাঞ্চলীয় সমস্ত শহর ও গ্রাম নজিরবিহীনভাবে প্লাবিত হয়ে গিয়েছে।

লিবিয়ায় ভয়ঙ্কর ঝড় আর বিধ্বংসী বন্যা, মৃত্যু ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার

Libya: লিবিয়ায় ভয়ঙ্কর ঝড় আর বিধ্বংসী বন্যা, মৃত্যু ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার

শহরের দক্ষিণে দুটি বাঁধ ভেঙে গিয়ে বন্যার তীব্রতা ও ধ্বংসক্ষমতা আরও বেশি হয়েছে। তিনটি সেতু ধ্বংস হয়ে গিয়েছে। প্রবাহিত জল আশপাশের সব এলাকাকে ভাসিয়ে দিয়েছে এবং এলাকা থেকে সমস্ত ধ্বংসাবশেষ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলেছে।

Libya: লিবিয়ায় ভয়ঙ্কর ঝড় আর বিধ্বংসী বন্যা, মৃত্যু ৫ হাজার, নিখোঁজ ১০ হাজার