নজরবন্দি ব্যুরো: স্কুলের নাবালিকা ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীদের মধ্যে অধিকাংশই দলিত সমাজের। অভিযুক্ত শিক্ষক উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক স্কুলে কম্পিউটার পড়াতেন। নাবালিকা ছাত্রীদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই শিক্ষক।
আরও পড়ুন: মেট্রোর সময় সূচিতে বদল, রবিবার ২ ঘণ্টা আগেই মিলবে পরিষেবা
অভিযুক্ত শিক্ষককে তাঁর অপরাধে মদত দেওয়ার অভিযোগ উঠেছে নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। স্কুলের শৌচালয় থেকে আপত্তিজনক জিনিসও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা৷ ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা৷
বিশেষত ছাত্রীদের অভিভাবকরা তাঁদের সন্তানদের আর ওই স্কুলে পাঠাতে চাইছেন না৷ যে স্কুলে আগে পড়ুয়া সংখ্যা ছিল ১২০, এখন সেখানে পড়ছে মাত্র ১০ জন৷ বেশ কয়েক দিন ধরে চলে আসা এই ঘটনা প্রকাশ্যে আসে এক শিক্ষিকার পদক্ষেপে৷ তাঁর চোখে ছাত্রীদের অস্বাভাবিক আচরণ ধরা পড়ে৷ তিনি জানিয়েছেন,
ছাত্রীদের যৌন নির্যাতন শিক্ষকের! শৌচালয় থেকে উদ্ধার কন্ডোম

‘‘ স্কুল চলাকালীন এক ছাত্রী আমার কাছে এসে ইতস্তত করতে থাকে৷ আমি তাকে আশ্বস্ত করি৷ তার পর ধীরে ধীরে সে সমস্যার কথা খুলে বলে৷ তার পরই ওই শিক্ষকের কীর্তি খুলে বলে৷ ছাত্রীর কাছ থেকে সব জেনে আমি প্রধানশিক্ষকের সঙ্গে কথা বলি৷ সব কিছু জানাই প্রাথমিক শিক্ষা দফতরকে৷ ছাত্রী এবং তাদের অভিভাবকদের এ বিষয়ে অভিযোগ জানাতে বলি৷’’