বিরাট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক
have to take more pressure from Birat-Rohits, Hardik is explosive

নজরবন্দি ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গত বছর পিঠের চোট থেকে দুরন্ত প্রত্যাবর্তন করার পর থেকে তাঁর পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখীই রয়েছে। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে, দলের অভিষেকেই অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জেতানো থেকে শুরু করে টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব এবং পঞ্চাশ ওভারের ফরম্যাটে ডেপুটি নেতৃত্বের ভূমিকা পর্যন্ত- হার্দিকের দায়িত্ব গত বছর থেকেই বহুগুণ বেড়েছে।

আরও পড়ুন: ভারতের থেকে আমরা এগিয়ে, ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী বাবর

বর্তমানে ভারতীয় দলের অলরাউন্ডারদের তালিকায় প্রথম নামগুলির মধ্যে এগিয়ে রয়েছেন হার্দিক। এশিয়া কাপে পকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাট করেছেন এই অলরউন্ডার। আর তারপরেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। হার্দিক বলেছেন, “অলরাউন্ডার হিসেবে অন্যদের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি পরিশ্রম আমাকে করতে হয়।

বিরট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক
বিরাট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক

দলের একজন ব্যাটারের ব্যাট করার পর দায়িত্ব কিছুটা কমে যায়। তখনও আমি বোলিং করি। তাই আমার জন্য নিজেকে পরিচালনা করা, চাপ নেওয়ার ক্ষমতা তৈরি করা এবং সব কিছুই ট্রেনিং সেশন বা আমার প্রশিক্ষণ বা আমার প্রি-ক্যাম্প মরসুমেই করে ফেলি।” তিনি আরও বলেন,

বিরাট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক

Hardik Pandya: বিরাট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক

“যখন খেলা শুরু হয়, তখন দলের যা প্রয়োজন তা নিয়েই চলতে হয়, ম্যানেজ করে চলার কথা তখন মাথায়ও থাকে না। আমাকে কত ওভার দরকার, সেটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ যদি ১০ ওভারের প্রয়োজন না হয়, আমার ১০ ওভার বল করার কোন মানে নেই, কিন্তু যদি ১০ ওভারের প্রয়োজন হয়, তবে আমাকে বোলিং করতেই হবে।”

Hardik Pandya: বিরাট-রোহিতদের থেকে বেশি চাপ নিতে হয় আমায়, পাক ম্যাচের আগে বিস্ফোরক হার্দিক