চন্দ্রযান সাফল্য, জি-২০ সামিট এবং শেষমেষ পাঁচ রাজ্যের বিধানসভা ফলাফলের মধ্যে তিন রাজ্যে বিপুল ভোটে জয়- লোকসভা নির্বাচন যত কাছে আসছে বিরোধীদের সমস্ত ইস্যুতেই যেন জল ঢেলে দিচ্ছে বিজেপি থুড়ি নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বিরোধীদের কাছে মোদী সরকারকে হারিয়ে দেওয়ার মত প্রচারের উপাদানও ছিল না। এদিকে আজ লোকসভা থেকে বহিষ্কার করা হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। একটা নেতিবাচক ঘটনা যেন বুস্টার ডোজের মতো বাড়তি এনার্জি সঞ্চারিত করল বিরোধী শিবিরে।
২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা।