এরপরই পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ–এর এক যৌথ বাহিনী ওই এলাকায় হানা দেয়। গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়েছে। সূত্রের খবর, সে কাশ্মীরেরই স্থানীয় বাসিন্দা। এদিকে, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।
২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা।