বনেদি বাড়ির পুজো মানেই ঐতিহ্য আর সাবেকিয়ানা। সঙ্গে ইতিহাসের পাতায় স্মৃতির ডুব। নানান গল্প, কিংবদন্তী আর ইতিহাস। মণিমুক্তোর মতো প্রতিটি বনেদি বাড়ির অলিন্দে ছড়িয়ে আছে। সেইরকমই একটি বনেদি বাড়ির পুজো হল হাওড়ার মাকড়দহ শ্রীমানি পাড়ার শ্রীমানি বাড়ির পুজো। এই বাড়িতে দেবী দুর্গা দশভূজা হয়ে আসেন না। বরং দেবী আসেন স্বামী শিবের সঙ্গে হরগৌরী রূপে।
২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা।