উত্তরকাশী সুড়ঙ্গে প্রায় ১৫ দিনেরও বেশী সময় ধরে আটকে ছিল শ্রমিকেরা। তাদের উদ্ধার করার পথেও একের পর এক বাঁধা আসছিল। অগার যন্ত্র দিয়েও সেই কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে যন্ত্র যেই কাজ করে উঠতে পারেনি সেই কাজ করে দেখাল মানুষ। সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকরাই ভালো রয়েছে। তবে সুড়ঙ্গ থেকে ফিরেই এবার বিস্ফোরক মানিক তালুকদার।
২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা।