নজরবন্দি ব্যুরো: রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কার্যত মলয় ঘটকের গ্রেফতারির দাবি তুললেন। ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুভেন্দু শনিবার বললেন, “আমার মতে আর জামাই আদর না করাই ভালো! সবাই জানে মলয়বাবু দুর্নীতির সাথে যুক্ত।” আর কী বলেছেন নন্দীগ্রামের বিধায়ক?
আরও পড়ুন: ভাগ্যে মৃত্যু ছিল তাই হয়েছে, মালদার ঘটনায় ‘রাস্তা খারাপ’ প্রসঙ্গ উড়িয়ে বিতর্কে সিদ্দিকুল্লা!
কয়লা পাচার মামলায় বহুদিন আগেই মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করে। বারবার তলব করা সত্ত্বেও তিনি মাত্র একবার মুখোমুখি হন। এই ঘটনা নিয়ে মামলা পর্যন্ত গড়ায় আদালতে। একবার মাত্র তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী বলে তাঁকে আরও ডাকতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১২ বার তলব এড়িয়ে গিয়েছেন তিনি।
আজ শুভেন্দু অধিকারী বলেছেন, “একটা লোক ১২ বার বুড়া আঙুল দেখিয়েছে। এইদিকে বারবার ওরা আঙুল দেখিয়েছে। এরপরে তাঁর সঙ্গে আর জামাই আদর না করাই ভাল। সবাই জানে যে কয়লা স্ক্যামের ডাইরিতে ‘এমজি’ বলে একটা নাম ছিল। লেখা ছিল ‘এমজি’। এই এমজিটা কে? সবাই জানে। আর মলয়বাবুকে দুর্নীতির টাকা দিয়েছিল।”
আর জামাই আদর না করাই ভাল! মলয়কে গ্রেফতারির দাবি শুভেন্দুর
বিরোধী দলনেতা আরও যোগ করেন, “তৃণমূল কাউন্সিলর থেকে আজ পর্যন্ত তিনি যত বেআইনি প্রপার্টি করেছেন, নিউটাউন থেকে আসানসোল পর্যন্ত তথ্য তো হাতে হাতে ঢুকছে। তার জন্য তো তদন্তের দরকার নেই। আমরা ওনাকে খুব তাড়াতাড়ি কেষ্ট মণ্ডলের পাশে দেখতে চাই। একটা লোক সিবিআইকে বুড়ো আঙুল দেখিয়েছে। ঢুকিয়ে দেওয়া উচিত।”
