নজরবন্দি ব্যুরোঃ বুধবার বিধানসভার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরেই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সম্ভবত মুখ্যমন্ত্রীর ট্রেড মিলে তৈরি করা ৩০ মিনিটের বাজেট। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুনঃ Budget 2023: বাজেট কতটা জনমুখী? কী কী ঘোষণা?

নন্দীগ্রামের বিজেপি বিধায়কের কথায়, এই বাজেটের মধ্যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জ্বলন্ত ইস্যু রয়েছে, মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, তা পূরণ করা হয়নি। এই বাজেটের মধ্য দিয়ে অর্থনৈতিক দেউলিয়ার অবস্থা, তার প্রতিফলন ফুঁটে উঠেছে। যেহেতু কয়েকমাস পর পঞ্চায়েত নির্বাচন এবং আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা, চেষ্টা করেছেন সম্ভবত মুখ্যমন্ত্রীর ট্রেড মিলে তৈরি করা ৩০ মিনিটের বাজেট। অর্থমন্ত্রী কিছুটা ভোটমুখী করার।

Suvendu Adhikari: ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari: ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন শুভেন্দুর

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আমাদের রাজ্যে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নের কথা এই বাজেটে রাখা হয়নি। দ্বিতীয়ত বেকারদের সমাধানের ক্ষেত্রে ১২ বছরে পড়তে যাওয়া সরকার বিপুল পরিমাণ ফাঁকা পদে নিয়োগ নিয়ে কোনও ঘোষণা হয়নি। ২ কোটির ওপর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সম্পর্কে কিছুই ঘোষণা করা হয়নি। সাধারণ মানুষের সমস্যার কথাও বলা হয়নি।

স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন তিনি। স্বাস্থ্য ব্যবস্থায় কী কী উন্নয়ন করা হল? তা নিয়ে কিছুই ঘোষণা করা হয়নি। কোনও উদ্যোগ নেওয়া হয়নি। চিকিৎসার জন্য আগামী দিনে ভিন রাজ্যে যাওয়ার সংখ্যা বাড়বে বলেই মনে করা হচ্ছে। চা শ্রমিকদের জন্য পাট্টা দেওয়ার কথা বলা হলেও সুনিশ্চিত করে কিছু বলা হয়নি। কেবলমাত্র দিদিকে বলো থেকে সুরক্ষা কবচ, ভোট কেন্দ্রিক তৃণমূলের ব্যবস্থাপনা, যারা দেখেন, তাঁদের কথা ভাবা হয়েছে। বাকিদের বঞ্চিত করা হয়েছে।

ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন ছুঁড়ে যুক্তি শুভেন্দুর 
ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন ছুঁড়ে যুক্তি শুভেন্দুর 

এদিন শুভেন্দু বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা বলা হলেও তা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয়। বাজেট বক্তৃতা সমাপ্ত করার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলতে চাইছেন। বাজেটে লিখিত বক্তব্যে নেই। যদি ডিএ ৩ শতাংশ বৃদ্ধির হারে দিতে হত, ১৭ তারিখে অর্থমন্ত্রীর পাল্টা জবাবে তিনি দিতে পারতেন। আমি যখন দল ছেড়েছিলাম, তখন বলেছিলাম এই দলের মধ্যে কোনও সংবিধান নেই। একটাই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্প পোস্ট। তিনি কোম্পানির মালিক। তিনি হাউজের মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে স্লিপ পাঠালেন। সেখানে মাননীয় মন্ত্রী বললেন, ৩ শতাংশ ডিএ দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে? কোন মাস থেকে দেওয়া হবে? তা সুস্পষ্ট করে কিছুই বলেননি।

তাঁর কথায়,  শুধুমাত্র ১৫ তারিখ মামলা থেকে বাঁচার জন্য এই ঘোষণা করা হয়েছে। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ৩৮ শতাংশের যে ডিএর ফারাক রয়েছে, সেটা থেকে বাঁচার জন্যেই এটা একটা কৌশল। এর সঙ্গে কোনও আন্তরিকতা নেই। আমরা দাবি করছি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। ১৫ সাল থেকে বকেয়া ডিএ এরিয়ার সহ দিতে হবে। আগামী দিনে বিধানসভার ভিতরেও সরব হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন ছুঁড়ে যুক্তি শুভেন্দুর 

ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন ছুঁড়ে যুক্তি শুভেন্দুর 
ডিএ নিয়ে রাজ্য সরকারের ঘোষণা মূল বাজেটের সঙ্গে যুক্ত নয় কেন? প্রশ্ন ছুঁড়ে যুক্তি শুভেন্দুর 

একইসঙ্গে রাজ্যে শিল্প এবং বাণিজ্য নিয়ে একটাও লাইন সরকার ঘোষণা করেনি। শুধুমাত্র এমএসএমই নিয়ে কথা বললেও ভারী শিল্প এবং বন্দর নিয়ে কোনও ঘোষণা নেই। দেউচা পাঁচামি নিয়ে বারবার একাধিক ঘোষণা করা হলেও সেখানে আদৌ একলক্ষ চাকরি হবে কি না, তা নিয়ে বলা হয়নি। এমনকি এবার সরকার তাজপুর বিমানবন্দর নিয়ে কোনও ঘোষণাই করেনি।