নজরবন্দি ব্যুরো: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের অধিকার দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। তার জন্য বিভিন্ন জায়গায় ভোটের আয়োজনও করা হয়। আর ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে হয় তা দেখার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। দলীয় ভোটে পুলিশ কেন? এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তবে তিনি সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।
আরও পড়ুন: মমতার প্রতিনিধিদের নামে ‘না’, নীতি আয়োগের বৈঠক ঘিরে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত!
নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোটের আয়োজন করেছিল একটি আঞ্চলিক রাজনৈতিক দল। সেখানে পুলিশি ব্যবস্থাপনা ছিল। বিরোধী দলনেতার প্রশ্ন, পুলিশ বাহিনী মোতায়েন করার জন্য সংশ্লিষ্ট দলের তরফে সরকারি খাতে কোনও টাকা জমা করা হয়েছে কি? এই বিষয়টি উল্লেখ করেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে চিঠি লিখেছিলেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি, চিঠি দেওয়া হলেও কোনও উত্তর পাননি। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে শুভেন্দু জানিয়েছিলেন, ‘প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ার সঙ্গে ‘পাবলিক ইন্টারেস্টের’ কোনও যোগ নেই। তাহলে কেন সেখানে পুলিশ মোতায়েন করা হল? মনোজ মালব্যর কাছে বিরোধী দলনেতা অনুরোধ করেছিলেন, যদি এন কোনও আইন থাকে সে বিষয়ে তাঁকে যেন জানানো হয়। কিন্তু চিঠির জবাব না পেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, সম্প্রতি মিছিলের অনুমতি না পাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মিছিল-সভা করেই চলছেন তিনি। কিন্তু শুভেন্দু অধিকারীর একের পর এক মিছিলের অনুমতি মিলছে না। মে মাসের শুরুর দিকে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! এরপরই জাতীয় সড়কে কেন মিছিল করা হল সেই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন বিজেপি বিধায়ক।
ফের হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর, দলীয় ভোটে পুলিশ কেন, অভিযোগ বিরোধী দলনেতার
