নজরবন্দি ব্যুরো: চন্দ্রকোণা, সিমলাপালের পর এবার মালদহ! রাজ্যের বিরোধী শুভেন্দু আধিকারির সভা নিয়ে নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক! সূত্রের খবর, মালদহে আগামী ২৭ মে সভা করার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন দলনেতা। কিন্তু এবারেও সেই সভার অনুমতি মেলেনি। আর তার ফলেই আবারও একবার সভা করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন: Abhishek Banerjee: প্রয়োজনে আরও একবার দিলীপের বাড়ি ঘেরাও করুন! কুড়মিদের বার্তা অভিষেকের
যদিও সভার অনুমতি চাওয়ার প্রসঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উল্টো অভিযোগ তোলা হয়েছে। পুলিশ প্রশাসনের অভিযোগ, কেন ১৫ দিন আগে সভা করার অনুমতি চাওয়া হয়নি? কেন শেষ মুহূর্তে এসে এই আবেদন? তবে এই প্রশ্নের উত্তরে শুভেন্দুর পক্ষ থেকে জানানো হয় যে, অনলাইনে সেই সুযোগ দেওয়া হয়নি, তাই আবেদন পরে করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার শুভেন্দুর সভায় অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন। গত ২৪ তারিখ হাওড়ার শ্যামপুরেও একই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন অনুমতি না মেলায় হাইকোর্টে দিয়ে অনুমতি পান সভার আয়োজকরা। তার আগে মালদহের সভা নিয়ে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী।
সম্প্রতি সভা নিয়ে শুভেন্দু-রাজ্য সংঘাতের অধ্যায়ে নতুন সংযোজন মালদহ। তাছাড়াও চুঁচুড়া, এগরা, সোনারপুরেও সভা করবে বলে জানান শুভেন্দু। বারংবার রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। এর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও শুভেন্দুর সভায় অনুমতি দেয়নি পুলিশ। যদিও সেই ঘটনায় পুলিশের তরফ থেকে বলা হয়, সেই আবেদন ক্রটিপূর্ণ ছিল। পরে অবশ্যে এক্ষেত্রেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।