ঋদ্ধিমান নয়, WTC ফাইনালে সুযোগ পেতে পারেন সূর্য কুমার!
Surya Kumar can get a chance in the WTC final!

নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে ভারতীয় দল থেকে ব্রাত্য ঋদ্ধিমান সাহা। অজিঙ্ক রাহানের মতো বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। আইপিএলে পারফরম্যান্সের কারণে দলে ডাক পেয়েছেন রাহানে। কিন্তু সেভাবে কোনও চমক এখনও অবধি দেখাতে পারেননি ঋদ্ধিমান।

আরও পড়ুনঃ খারাপ খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন কে এল রাহুল

এরই মধ্যে আইপিএলে কেএল রাহুলের চোট আর সেখানেই উঠে এসেছে রিদ্ধিমানের নাম। শোনা জাচ্ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে আসতে পারেন এই বাংলি কিপার। কিন্তু এখন অন্য খবর শোনা যাচ্ছে। বিসিসিআইয়ের একটি সূত্র ধরে এক প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক দাবি করেছে ঋদ্ধিমান সাহা নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ডাকা হতে পারে সূর্যকে।

ঋদ্ধিমান নয়, WTC ফাইনালে সুযোগ পেতে পারেন সূর্য কুমার!
ঋদ্ধিমান নয়, WTC ফাইনালে সুযোগ পেতে পারেন সূর্য কুমার!

তিনি ৭ থেকে ১১ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি ডব্লিউটিসি ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে লন্ডনে উড়ে যেতে পারেন । ঐ পত্রিকার দাবি, ‘যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সূর্যকে সম্প্রতি তাঁর যুক্তরাজ্যের ভিসা প্রস্তুত রাখতে বলা হয়েছে।’

ঋদ্ধিমান নয়, WTC ফাইনালে সুযোগ পেতে পারেন সূর্য কুমার!

আর এই ঘটনার পর রবি শাস্ত্রীর ঋদ্ধিমান কে নিয়ে মন্তব্যে জল ঢেলে দিল বলেই মনে করছেন তাঁর ফ্যানরা। যদিও এখন পর্যন্ত ১ টি মাত্র টেস্ট খেলে ৮ রান করেছেন সূর্য কুমার যাদব। আর তিনটি ওডিআই ইনিংসের তিনটিতেই শূন্য করেছিলেন।

ঋদ্ধিমান নয়, WTC ফাইনালে সুযোগ পেতে পারেন সূর্য কুমার!

যে কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। কিন্তু যাই হোক না কেন দ্রাবিড়ের দলে ঋদ্ধি যে ব্রাত্য ছিল সেই ব্রাত্যই থেকে গেল। এটাই ভারতীয় ক্রিকেটের আসল চেহারা বলে মনে করছেন অনেক প্রাক্তন।