দল বদল নয়, দিন বদলের লড়াই। ব্রিগেডের আগে জনগণকে বার্তা দিলেন সূর্যকান্ত।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ৩৪ বছরের ক্ষমতা হারিয়ে ১১ বছরের শূন্যতা। তার মাঝে গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। ২০১৬ সালের অলিখিত জোটে কমবেশি বিরোধী তকমা ধরে রাখতে পারলেও ২০১৯ সালের মোদি ঝড়ে কার্যত ধুয়ে মুছে গেছে এরাজ্যের রেড ফোর্স। কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর ডাক। আরসেই ডাক বামেরা দিতে চলেছে তাদের অতিপরিচিত ব্রিগেডের মঞ্চ থেকে। আর আগামিকাল ব্রিগেড সমাবেশের আগেই যেন ২১ নির্বাচনের সুর বেঁধে দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বললেন, দল বদল নয়, দিন বদলের লড়াই।

আরও পড়ুনঃ বিগ্রেড সভার ক্যাম্প তৈরিতে বাধা রেলের, বামেদের অভিযোগ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে

বামপক্ষের কাছে ব্রিগেড হল মহা মিলনের সমাবেশ। নিয়ম করে প্রতিবার কমপক্ষে ১০ লক্ষ মানুষের সমাগমে ব্রিগেডে ধুলো মিশ্রিত লাল ঝড়ের পূর্বাভাস দেখা যায়। ২০১৯ সালেও তাই হয়েছিল। কিন্তু ভোট প্রতিফলিত হয়নি ইভিএম এ। হাতে গোনা আসন ছাড়া প্রায় সব আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছিল বাম প্রার্থীদের। কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর ডাক। এক ট্যুইটে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র লিখেছেন, এই লড়াই দল বদলের নয়। লড়াই দিন বদলের। তাঁর কথায়, “পরশু বেলা একটায় কাঁটায় কাঁটায় জনসভা। তার আগে সাংস্কৃতিক কর্মসূচি। এবার ব্রিগেড সমাবেশ না থাকতে পারলে সারা জীবন অনুশোচনা থেকে যাবে।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাংলায় চলছে চূড়ান্ত দলবদলের খেলা। শাসক দলের একাধিকনেতা মন্ত্রী গেছেন বিজেপিতে, আবার বিজেপি থেকে এউ কেউ এসেছেন তৃণমূলে। অন্যদিকে আর ঘরে ফিরেছেন হাজার হাজার বাম সমর্থক। নজিরবিহীন ভাবে বামেদের সাদা আর কালো মাথা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ‘দিন বদলের লক্ষ্যে’। পাশপাশি জোট ধর্ম পালন করতে এবার অপরিসীম আত্মত্যাগ করেছে বামফ্রন্ট।

মুলত বামেদের আত্মত্যাগের মধ্যে দিয়েই সুচিত হয়েছে বাম কংগ্রেস ফ্রন্টের মহা জোট। আর মহাজোটের পর ভোটের লক্ষ্যে কাল বামেদের প্রথম ব্রিগেড। কংগ্রেস-আইএসএফ-আরজেডিকে বিভিন্ন আসন ছাড়তে গিয়ে নেমেছে সিপিআইএম সহ বাম শরিকদের আসন সংখ্যা। সূত্রের খবর, আব্বাসের দলকে ছাড়তে গিয়ে CPI-এর আসন সংখ্যা ১৪ থেকে ১০-এ নেমে এসেছে। ফরওয়ার্ড ব্লকের আসন ৩৪ থেকে নেমেছে ১৮-তে। RSP-র আসন নেমেছে ২২ থেকে ১৬-তে।

নন্দীগ্রামের পর ISF-কে ভাঙড় এবং মেটিয়াবুরুজ আসন ছেড়ে দিয়েছে বামেরা, জোটের স্বার্থে তৃনমূল কে ঠেকাতেও আব্বাসেই ভরসা রাখছে তাঁরা। সূত্রের খবর ভাঙড় আসনে জোটের জয় পাওয়ার যাবতীয় অঙ্ক সাজানোর কাজও নাকি শেষ! সূত্রের দাবি, ভাঙড়ে যে ভোট লুঠের অভিযোগ উঠেছে একাধিকবার। আব্বাস সেই ভোট লুঠ রুখবেন! ভাঙড় আসনে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আব্বাসের ভাই তথা সংগঠনের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির নাম। তাৎপর্যপূর্ণভাবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে সংখ্যালঘুরাই নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

আপাতত তিহাড় জেলেই থাকবেন কেজরীওয়াল, ৭ মে তাঁকে আদালতে হাজির করানো হবে

তিনি এ জন্য ১০০ কোটি টাকা ঘুষও নিয়েছিলেন। সেই টাকা পঞ্জাব এবং গোয়ার বিধানসভা নির্বাচনে আপের প্রচারে খরচ করা হয়েছে। কেজরীওয়াল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ’ নিয়ে বিজেপি এ সব করছে।
বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

বাঘের চোখে জল! স্ত্রী-কন্যাকে আল্লাহ্‌র কাছে প্রার্থনার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন শাহজাহান

অবশেষে বাঘের চোখে জল! হ্যাঁ, তিনি আসলে বাঘমানুষ। সন্দেশখালির বেতাজ বাদশা। যাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় ইডিকে। সকলকে চমকে দিয়ে নিঃশব্দে গা-ঢাকা দিয়ে থাকতে পারেন মাসের পর মাস। সেই শাহজাহান শেখ এবার প্রিজন ভ্যানে বসে স্ত্রী তসলিমা বিবির হাত ধরে কাঁদলেন!
এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এবার স্কুলে-স্কুলে কে পড়াবে? BJP নাকি RSS? ২৫ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাশিস বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই রায় বেআইনি, আমরা সুপ্রিম কোর্টে যাব, চাকরিহারারা চিন্তা করবেন না।"
ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

ইডেনে রাতে ম্যাচ, দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

অপর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ ও সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিটে। দু’টি ট্রেনই ১২ কোচের।
২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

২৬ তারিখ জীবনের শেষ ভোট, দার্জিলিংয়ে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন অভিষেক?

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাটা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। অধিকাংশ আসনই বিজেপির ঝুলিতে যায়। একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ থেকে হতাশাই প্রাপ্তি হয়েছে শাসক দলের। তবে এই নির্বাচনে খেলা ঘোরাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

Lifestyle and More...