Abhishek Banerjee: মিলল না স্বস্তি! অভিষেকের মামলায় এখনই হস্তক্ষেপ নয়, জালান সুপ্রিম কোর্ট

মিলল না স্বস্তি, অভিষেকের মামলায় এখনই হস্তক্ষেপ নয়, জালান সুপ্রিম কোর্ট
supreme court do not intervene in abhishek banerjees plea

নজরবন্দি ব্যুরো: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি! দ্রুত শুনানির আর্জি মঞ্জুর না করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়। অর্থাৎ শীর্ষ আদালতেও পিছিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় শুনানি। সূত্রের খবর, ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: JP Nadda: পঞ্চায়েতে তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির পাল্টা কর্মসূচী! আগামী মাসেই বঙ্গ সফরে নাড্ডা

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এরপরেই শুরু হয়, রাজনৈতিক শোরগোল! তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। এখানেই শেষ নয়, যার জেরে ওই মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহাকে।

মিলল না স্বস্তি, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়
মিলল না স্বস্তি, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়

এরপরে বৃহস্পতিবার অভিষেকের মামলায় রায়দান ছিল। সেই রায়দানে বিচারপতি অমৃতা সিনহা জানান যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। অর্থাৎ আদালত জানায় যে, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে ইডি সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি।

মিলল না স্বস্তি, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়

তারপরেই এই মামলায় ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী! কিন্তু সেখানেও আর্জি খারিজ হওয়ায় প্রধান বিচারপতির বেঞ্চও আবেদন করা হয়। সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও জরুরী ভিত্তিতে মামলা শুনতে রাজি হল না প্রধান বিচারপতির বেঞ্চও। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, এই মুহূর্তে দ্রুত শুনানি সম্ভব নয়। তবে প্রধান বিচারপতির বেঞ্চ অবকাশকালীন বেঞ্চে অভিষেকদের আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। এরপরেই এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে! কিন্তু অবশেষে সেখানেও মিলল না স্বস্তি!

মিলল না স্বস্তি, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়

মিলল না স্বস্তি, এখনই অভিষেকের মামলায় হস্তক্ষেপ নয়