নজরবন্দি ব্যুরোঃ ভিন্ন ব্যাক্তিদের যেমন ভিন্ন ভিন্ন রাশি হয়। তেমন ভাবেই প্রতিনিয়তই রাশিচক্রের পরিবর্তন হতে থাকে। তাই আপনার রাশি অনুযায়ী আজকে আপনার ভাগ্যে কি রয়েছে তা একনজরে দেখে নিন।
আরও পড়ুনঃ বিশ্বাস ভঙ্গ হবে, প্রতারণার শিকার হবেন আজই! কী রয়েছে শনিবারের রাশিফলে?
মেষ রাশিঃ আজকে আপনার দিনটি খুব ভালো যাবে। ভ্রমনের সুযোগ আসবে। আজকে প্রিয় বন্ধুর সাথে দেখা হতে পারে। ফলে সারাদিন আপনার মন ভালো থাকবে। বন্ধুর থেকে দামী উপহার পেতে পারেন।
বৃষ রাশিঃ আজ আপনি আপনার শত্রুর সাথে মোকাবিলা করতে পারবেন। আর আপনার এই কাজে আপনাকে সাহায্য করবে আপনার স্ত্রী। আজকে যদি আপনি সারাদিন স্ত্রীর বুদ্ধিমত কাজ করতে পারেন তাহলে লাভবান হবেন। তবে আজকে আপনার মাত্রাধিরিক্ত খরচা হতে পারে। তবে খরচ বাদে আপনার দিনটি মোটামুটি ভালই যাবে।
মিথুন রাশিঃ আজ আপনার বন্ধুদের জন্য প্রচুর অর্থ খরচ হবে। পাশাপাশি আজকে আপনার দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করে চলাচল করুন। আজকের দিনে অতিরিক্ত আবেগপ্রবন হলে সমস্যায় পরতে হতে পারে। আজকে আপনার মানহানি হাওয়ার আসঙ্খা রয়েছে।
কর্কট রাশিঃ আজ সন্তানদের কারনে আপনার মানহানি হতে পারে। গুরুজনদের থেকে বকা খেতে পারেন। পাশাপাশি দাম্পত্যজীবনে কলহের আসঙ্খা রয়েছে। আপনার সংসারে বিশেষ পরিবর্তন আজ আপনি লক্ষ্য করবেন।
সিংহ রাশিঃ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন আজ সারাদিন। রক্ত সংক্রান্ত রোগে ভোগান্তি শিকার হবেন। নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবলে সেই পথে বাঁধা আসতে পারে।
কন্যা রাশিঃ নতুন কাজের অফার আসতে পারেন। পুরনো অফিসের ঝামেলা বাড়বে। আপনার জীবনসঙ্গীর জন্যও মনের কষ্ট বাড়বে। আজ বাড়ির দায়িত্ব পালন করতে অক্ষম হবেন।
তুলা রাশিঃ উচ্চশিক্ষায় বাঁধা আসতে পারে। গুরুজনদের কথা শুনে চলুন লাভবান হবেন। ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো। আজ স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা বেশ ভালো হবে। নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন।
বৃশ্চিক রাশিঃ আজ কারোর থেকে খুব দামী উপহার পেতে পারেন। তবে কোন কারনে আপনার মনে সারাদিন অশান্তি বিরাজমান হবে। ফলে হতাশার কারনে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু রাশিঃ যানবাহনে ওঠানামার সময় একটু সাবধান থাকবেন। বিপদের সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ চোরের উপদ্রপ হতে পারে। আজ সারাদিন পেটের যন্ত্রণায় ভুগতে পারেন।
মকর রাশিঃ আজ বাড়িতে ছোট কারোর শারীরিক অবনতি হতে পারে। পাশাপাশি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ।
কুম্ভ রাশিঃ আজ বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসতে পারে। আজকে গাড়ি বা বাড়ি কেনার জন্যও শুভ দিন। পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। বিপদের দিনে ওরাই পাশে থাকবে।

কেমন কাটবে সপ্তাহের শেষ দিন, দেখুন আজকের রাশিফল
মীন রাশিঃ মন খারাপের জন্যও ঘুমে ব্যাঘাত হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন। শিল্পীদের জন্য আজকের দিনে ভালো সুযোগ আসতে পারে।