নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়। তাই এবার সোজা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সুকন্যা। শুক্রবার দুপুরে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডলের আইনজীবী। এবারে জামিন পাবেন কি সেই প্রশ্নই ঘুরে ফিরে সামনে আসছে।

আরও পড়ুন: রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

গরু পাচার মামলায় গ্রেফতারির পর বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দী সুকন্যা মণ্ডল। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করেছিলেন তিনি। সুকন্যার আইনজীবী অমিত কুমার নিম্ন আদালতে জানিয়েছিলেন, সুকন্যার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল। টিকিট কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়।

জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

সুকন্যা মণ্ডলের জামিনের বিরোধিতা করেছেন ইডির আইনজীবীরা। তাঁরা আদালতে জানায়, অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারির বয়ানে উল্লেখ রয়েছে। সুকন্যা সমস্ত ব্যবসার দেখভাল করতেন। বিভিন্ন সময় ব্যবসা সংক্রান্ত বিভিন্ন উপদেশ দিতেন। পাশাপাশি, ইডি আধিকারিকদের অনুমান, অনুব্রত মণ্ডলের পক্ষে একা তাঁর হিসাব রক্ষকের সঙ্গে কোঠা বলে এত টাকার হেরফের করা সম্ভব ছিল না। সুকন্যাও এর সঙ্গে জড়িত। তাই জামিন পেলে তদন্তে প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা।

জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

 

এরপরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সুকন্যা মণ্ডল। কেষ্ট কন্যার আইনজীবী জামিনের আবেদন জানিয়ে প্রশ্ন তোলেন, গরুপাচার মামলায় অভিযুক্ত বিএসএফ কমান্ডন্ট সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল জামিন পেয়েছেন। তাহলে সুকন্যা মণ্ডল কেন জামিন পেতে পারেন না? আগামী সোমবার অর্থাৎ ১২ জুন দিল্লি হাইকোর্টে আবেদন মেনশন করা হবে। আগামী সপ্তাহের মঙ্গল কিংবা বুধবার জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে খবর।

জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

 

জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
জামিনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত কন্যা, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা