নজরবন্দি ব্যুরোঃ আজ ২৪শে সেপ্টেম্বর কন্যা দিবস। আর কন্যা দিবস উপলক্ষ্যে কিন্তু একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। দিন কয়েক আগেই সংসদের বিশেষ অধিবেশনে পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এই বিলের নেপথ্যেও কিন্তু রয়েছে মহিলাদের ক্ষমতায়ন। আর কন্যা দিবসে নিজের দুই কন্যাকে পাশে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ অভিষেকের ‘রক্ষাকবচ’ প্রাপ্তি নিয়ে বিচারব্যবস্থাকেই কাঠগড়ায় তুললেন সুকান্ত!
সুকান্ত মজুমদার নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে লিখেছেন, “আমি বিশ্বাস করি, কন্যার জন্য কোনো বিশেষ দিন হতে পারে না, কারণ কন্যা সন্তান থাকলে পিতা মাতার জন্য প্রতিটি দিনই বিশেষ হয়ে ওঠে… নিজের কন্যা সন্তানকে সুস্থ রাখুন, শিক্ষিত করুন এবং সুযোগ্য করে তুলুন আগামীর ভারতবর্ষ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”
Daughters fill the lives of their parents with an abundance of joy and make everyday special…Provide them with knowledge… Ensure their security…Be their support-system so that the daughters of our Nation can fly to enormous heights…#daughterfather #womansreservationbill pic.twitter.com/4Tu8HmddjE
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 24, 2023
সংসদের বিশেষ অধিবেশনে পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল। অর্থাৎ, বিধানসভা ও লোকসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই বিল পাসের সময় অধিবেশনে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। বিরোধী শিবিরের পক্ষ থেকেও প্রথমে আপত্তি উঠলেও ক্রমেই সব দল এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। লোকসভায় ২টি বিরোধী ভোট পড়লেও রাজ্যসভায় কিন্তু সর্বসম্মতিক্রমে পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল প্রসঙ্গে বলেছেন, “মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’’
পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল, কন্যা দিবসে কী বার্তা সুকান্তর?
আর সুকান্ত মজুমদারও কিন্তু প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েই বলেছেন, “আমি প্রধানমন্ত্রীর কথা ধার করে বলতে চাই, দেশে অনেক কিছুই হবার কথা ছিল কিন্তু সবার দ্বারা সম্ভব হয়নি সেই সব কাজ করার। ভগবান আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীকে চয়ন করেছে এই কাজগুলো করার জন্য। আগামী দিনে মানুষ এই সব ঐতিহাসিক কাজকে মনে রাখবে।”