ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের আকস্মিক মৃত্যু, শোকোস্তব্ধ টলিউড ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের আকস্মিক মৃত্যু, মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৬৩ বছর । বৃহস্পতিবার মধ্য রাতে শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। বিশ্ব বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শ্রী শর্বরী দত্তের আকস্মিক মৃত্যুতে হতভম্ব গ্ল্যামার দুনিয়া। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতায় ব্রড স্ট্রিটের বাড়িতে তিনি থাকতেন, এদিন সকাল থেকেই ফোন তুলছিলেন না।

আরও পড়ুনঃ পরনে লাল শাড়ি, লাল টিপ, নাকে নথ পরে শীঘ্রই দেখা যাবে অক্ষয় কুমারকে।

রাত ১২ টা বেজে ১৫ মিনিটে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সন্ধেহ , হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন তিনি। নিজের বাড়িতে ছেলে ও বৌমার সঙ্গে থাকতেন তিনি। তবে এদিন তাঁদের সঙ্গে দেখায় হয়নি বলে প্রথমিক তদন্তে জানা গেছে বলে জানিয়েছে পুলিশ । নয়ের দশক থেকে তিনি ভারতীয় পুরুষের বেশভূষায় যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তা তাঁকে বিশ্বের দরবারে সমাদৃত করেছিল। পাশ্চাত্যের ভাবনা নয়, বরং তিনি বিশ্বের ফ্যাশান ওয়ার্ল্ডে প্রবর্তন করেছিলেন প্রাচ্য সংস্কৃতিকে।

ধুতি পাঞ্জাবিতেও পুরুষকে অনবদ্য দেখতে লাগে । প্রাচীন মৌলিক নকশা এবং হারিয়ে যাওয়া সূচিশিল্পকে নতুন রূপে পেশ করেছিলেন তিনি । যা বদলে দিয়েছি ফ্যাশন দুনিয়ার চিরাচরিত প্রথাকে। দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় শোরগোল পরে গিয়েছিল শর্বরী দত্তের তৈরী করা পোশাকের কারুকার্যে, যার মধ্যে উল্লেখযোগ্য হল শেরওয়ানি, আংরাখা, পিরান, বন্ধগলা ও কুর্তা। বাংলার মহারাজ থেকে শুরু করে পাকিস্তানের ইমরান খান – সকলকেই সাজিয়ে তুলেছিলেন ভারতীয় সংস্কৃতির সাজে। ওনার অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বহু কলাকুশলীরা। ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল তাঁর শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাঁর দিদিকে। তিনি লিখেছেন, তুমি যেখানেই থাকো, ভালো থাকো।

নির্দেশক রাজ চক্রবর্তী জানিয়েছেন, ভীষণই দুঃখের খবর। খুব ভাগ্যবান ছিলাম, ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। তিনি বাংলার পোশাককে আন্তর্জাতিক মর্যাদার শিখরে নিয়ে গিয়েছিলেন। আশা করি তিনি ভালো থাকবেন, যেখানেই থাকবেন। নির্দেশক অরিন্দম শীল ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, খুব কাছের মানুষ ছিলেন শর্বরী দিদি। এখনও বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই! অভিনেত্রী তথা মডেল রুক্ষ্মিনী মৈত্র লিখেছেন, ঠিক কি বলব জানিনা। কিভাবে বলব তাও বুঝতে পারছি না।

আরও পড়ুনঃ ডিজিটাল মিডিয়ার প্রভাব অনেক বেশি, তাই গাইডলাইন আনা জরুরি , নির্দেশ সুপ্রিম কোর্টের ।

ফ্যাশন জগতে তোমার অনুপস্থিতি অপূরণীয়। সাংবাদিক সুমন দে টুইটারে কিছু পুরোনো ছবি পোস্ট করেছেন ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের। লিখেছেন, বিশ্বাস হচ্ছে না। ভালো থাকবেন আপনি। অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় শেষ শ্রদ্বার্ঘ্য জানিয়েছেন শ্রী শর্বরী দত্তকে। তিনি লিখেছেন, খুব মনে পড়বে তোমার কথা শর্বরী দিদি। অভিনেত্রী সায়নী ঘোষ লিখেছেন, ভালো থেকো শর্বরী দি, খুব মনে পড়বে তোমাকে। অভিনেত্রী শ্রাবন্তী ওনার মৃ্ত্যুতে শোকাহত। তিনি লিখেছেন পরলোকের ওপারে শান্তিতে থাকুন।

ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের আকস্মিক মৃত্যু, অভিনেত্রী চৈতী ঘোষাল লিখেছেন, চলে গিয়েও থেকে গেলেন চিরকাল। খুব মনে পড়বে তোমার কথা শর্বরী দি। তুমি বেঁচে থাকবে বাংলা কাথা শিল্পে। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লিখেছেন, ঘুম থেকে উঠে খুব মন খারাপের একটি খবর পেলাম। শর্বরী দি আর নেই। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফ্যাশন ডিজাইনারের প্রয়াণে শোকাহত। লিখেছেন বিশ্বাস হচ্ছে না শর্বরী দি আর নেই।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট, শেষমেশ নাগাল্যান্ডে ভোটের হার কত?

আজ ১৯ এপ্রিল। শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন। একদিকে যখন বাংলায় ভোটদানের হার সাংঘাতিক রকম ভালো সেখানে নাগাল্যান্ডের ৬ জেলায় প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল।
বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

বদলে গেল ডিডি নিউজের লোগো, গেরুয়ার ছোঁয়া এবার সরকারি খবরের চ্যানেলে

তিনি জানিয়েছেন, 'রংটা কমলা। ছয় সাতমাস আগে আমরা ডিডি ইন্ডিয়ার লোগোও একই রঙের করেছি জি ২০ এর আগে। তাই সেটার সঙ্গে মিল রাখতেই এটাকে পাল্টানো হল যাতে একই রকম লাগে দেখতে।'
দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় ভোট পড়ল ৬৬ শতাংশ, এগিয়ে কোন কেন্দ্র?

পশ্চিমবঙ্গের তিন আসনে প্রথম দফায় ভোট চলছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই তিন কেন্দ্রে নির্বাচন শুরু হয়েছে। দুপুর ৩ টে পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৬৬.৩৪ শতাংশ।
ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

ভোট বয়কটের সিদ্ধান্তে অবিচল নাগাল্যান্ডের ছয় জেলার মানুষ, ভোটের হার প্রায় শূন্য

সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ওই ENPO। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাচ্ছেন না ভোটাররা। তাই এখন পর্যন্ত ভোটদান শূন্য।
কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

কোনও সমীক্ষায় কান দেবেন না, বিজেপি ২০০ আসনও পাবে না, মুর্শিদাবাদ থেকে বার্তা মমতার

একদিকে যখন রাজ্যের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ চলছে। ঠিক সেসময়ই আবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Lifestyle and More...