নজরবন্দি ব্যুরো: নিম্নমানের সামগ্রী পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ হচ্ছে বলে অভিযোগ। সরকারি প্রকল্পে চরম গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখারও কথা জানিয়েছেন তাঁরা। মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
পথশ্রী প্রকল্পে এই এলাকায় দু’টি রাস্তার কাজ হচ্ছে। কোটি টাকা ব্যয় করা হলেও দুটি রাস্তার কাজেই গাফিলতি ও দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রামবাসী। এই ঘটনায় ব্লক প্রশাসনের হস্তক্ষেপেরও দাবি তুলেছেন তাঁরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকা।

জানা গিয়েছে, ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ও সাউবেড়িয়া এই দুই গ্রামে দুটি পৃথক পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। একটি কৃষ্ণপুরে ইয়াসিন খানের বাড়ি থেকে মুক্তার বাঁধ পর্যন্ত ১.৭১০ কিমি ঢালাই রাস্তা। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৫,০৫,৬৬৮ টাকা। অপরটি সাউবেড়িয়া থেকে হাবিবুল্লাহ শেখের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ঢালাই রাস্তা।
যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৯,৪২,৪২৭ টাকা। বরাত পাওয়ার পর ইতিমধ্যেই ঠিকাদার সংস্থা রাস্তা তৈরির কাজ শুরু করে দিয়েছে। এদিকে কাজ শুরু হতেই ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। গ্রামবাসীর দাবি, কাজের ক্ষেত্রে সরকারি যে নির্দেশিকা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কোনও মালপত্র দেওয়া হচ্ছে না।
কাদামাটি ও অল্প বালি দিয়ে নিম্নমানের মালপত্র দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বলেও এলাকার লোকজন অভিযোগ তুলেছেন। এভাবে রাস্তা হলে, কয়েকদিনের মধ্যেই তা নষ্টও হয়ে যাবে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই নিয়ে তৃণমুল পরিচালিত ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান,
ফের দুর্নীতির অভিযোগ! পথশ্রী প্রকল্পে নিন্মমানের কাজ, প্রতিবাদে রুখে দাঁড়ালেন এলাকার লোকজন
“পথশ্রী প্রকল্পের কাজ জেলা পরিষদের তত্বাবধানে হয়,এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছে। আমরাও চাইব যাতে সঠিক গুণগত মান বজায় রেখে কাজটা হয়, আমরা বিডিও সাহেবকে জানিয়েছি তিনি বিষয়টি দেখছেন।”