নজরবন্দি ব্যুরোঃ এবার ইন্দোরের মাঠেও চমক দিতে চলেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও প্রথম থেকেই আক্রমণাত্মক ভূমিকায় রোহিত শর্মা ও শুভমান গিল। ২০ ওভারের শেষের ১৬৫ রান সংগ্রহ করেছে ভারত। আজও পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা নিয়েছে রোহিত বাহিনী।হিটম্যানের ব্যাটে ইন্দোরে বইছে ঝড়। আজও জোড়া ধামাকার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এদিন টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক টম লাথাম। টসের সময়ে রোহিত বলেন তিনি টসে জিতলে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। তাহলে সেটাই অনেকটা অ্যাডভান্টেজ হয়ে উঠল ভারতের জন্য? ওপেনিং জুটির স্কোর দেখে সেটার আন্দাজ মিলেছে।

গত কয়েক ম্যাচে শুভমানের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। এদিনেও আর কোনও প্রশ্ন থাকল না। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছরের বিশ্বকাপের আগে শুভমানের এই ব্যাটিং ভারতের টপ অর্ডারের হতাশা অনেকটাই দূর করবে। আবার অনেকে বলছে নিউজিল্যান্ড ধুন্ধর বোলাররা অনেকেই এই সিরিজে নেই। আগামী বিশ্বকাপে তাঁরা উপস্থিত ফলে পরিস্থিতি বদলাতে পারে।
হিটম্যানের ব্যাটে ইন্দোরে বইছে ঝড়, বিরাট চমক দিচ্ছে ভারত

মাত্র ৮৩ বলে সেঞ্চুরি পার করলেন রোহিত শর্মা। তাঁর এই ফর্ম নিয়েও অনেকটা নিশ্চিন্তে ক্রিকেট বোর্ড। অন্যদিকে, ৭২ বলে ১০৩ রান সংগ্রহ করেছেন শুভমান। আজও জোড়া ধামাকা দেখাতে চলেছে ওপেনিং জুটি। বিনা উইকেট ২৬ ওভারে ২১২ রান সংগ্রহ করেছে ভারত।