নতুন ভূমিকায় স্টিভ স্মিথ, আসন্ন আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে স্মিথকে?
Steve smith confirm participation in ipl 2023

নজরবন্দি ব‌্যুরো: এবার আইপিএলে নতুন ভূমিকায়‌ স্টিভ স্মিথ। স্মিথের বর্ণময় কেরিয়ারে যোগ হচ্ছে এই নতুন অধ্যায়। আসন্ন আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে স্মিথকে।

আরও পড়ুনঃ গরমে প্রান জুড়োতে খান তরমুজের চাটনি, রইল রেসিপি

এবারের আইপিএলে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, বিশ্লেষণ দিতে তাঁকে দেখা যাবে কমেন্ট্রি বক্সে অন্যান্য কমেন্টটেটরদের সঙ্গে।

IPL: নতুন ভূমিকায় স্টিভ স্মিথ, আসন্ন আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে স্মিথকে?

আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারেরও বেশি রানের অধিকারী স্মিথ তাঁর ২২ গজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবেন।

নতুন ভূমিকায় স্টিভ স্মিথ, আইপিএলের ফাইনালেও খেলেছেন স্মিথের নেতৃত্বাধীন দল

IPL: নতুন ভূমিকায় স্টিভ স্মিথ, আসন্ন আইপিএলে কোন ভূমিকায় দেখা যাবে স্মিথকে?

স্মিথই একমাত্র বিদেশি ক্রিকেটার যার অধিনায়কত্বে আইপিএলে খেলেছেন ধোনি। শুধু তাই নয়, আইপিএলের ফাইনালেও খেলেছেন স্মিথের নেতৃত্বাধীন দল। যদিও সেবার ফাইনাল জিততে পারেনিস্মিথের দল।