কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি

নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ঘটনার জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। বৃহস্পতিবার এই মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, “সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য।” এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য। দায়ের হল জোড়া মামলা। আগামী সপ্তাহে দুটি মামলারই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, হাইকোর্টের দ্বারস্থ অধীর চৌধুরী

কালিয়াগঞ্জ ইস্যুতে নাবালিকার মৃত্যু তদন্তে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জোড়া মামলা করে রাজ্য। আগামী সোমবার প্রধান বিচারপতির শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। আদালত সূত্রে খবর, অবসরপ্রাপ্ত অফিসারদের নিয়ে সিট গঠনকে কেন্দ্র করে একটি মামলা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার স্বরাষ্ট্রসচিবের থেকে রিপোর্ট চাওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় মামলাটি করা হয়েছে।

কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ
কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ

বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি মান্থার এই মামলার শুনানিতে বলেন, “পুলিশ সিটকে সাহায্য করছে না বলে অভিযোগ উঠেছে। বলতে হচ্ছ, রাজ্য নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। সিট যাতে কাজ করতে না পারে সেই চেষ্টা করছে রাজ্য। এবার কি সিবিআইকে তদন্তভার দিলে ভাল হবে?” বিচারপতির কড়া পর্যবেক্ষণের প্রতিক্রিয়াতে রাজ্যের আইনজীবি জবাবে বলেন, “সিটকে সাহায্য করা হয়নি এই বিষয়ে রাজ্য অবগত নয়। রাজ্য মামলাটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল। অবকাশকালীন বেঞ্চে মামলাটির শুনানি হয়নি। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।” রাজ্যপুলিশ কেন হাইকোর্টের নির্দেশ মানেনি? এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র দফতরকে রিপোর্ট দিয়ে জানাতে হবে।

কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ
কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ

উল্লেখ্য, গত এপ্রিল মাসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। রাজ্য-রাজনীতিতে তোলপাড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায়। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। আদালতের তরফে সিট গঠন করে কালিয়াগঞ্জকাণ্ডের তদন্ত শুরু হয়।

কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ

কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ
কালিয়াগঞ্জকাণ্ডে ডিভিশন বেঞ্চে জোড়া মামলা রাজ্যের, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ